মমিনুলের সেঞ্চুরি মন ছুঁয়েছে হেরাথের

ছবি:

চট্টগ্রাম টেস্টে রান বন্যায় ভাসছেন দু দলের ব্যাটসম্যানরাই। মমিনুল হকের ১৭৬, মুশফিকের ৯২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ৮৩ রানে ভর করে বাংলাদেশ দল নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রানের বড় সংগ্রহ পেয়েছে।
জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানরাও দুর্দান্ত শুরু পেয়েছে। ১ উইকেট হারিয়ে ১৮১ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এমন ব্যাটিং বান্ধব উইকেটে ব্যাটসম্যনরা রান পাচ্ছেন এটাই স্বাভাবিক।
তারপরও, টাইগার ব্যাটসম্যানদের প্রশংসায় ভাসিয়েছেন লঙ্কান স্পিন কান্ডারি রঙ্গনা হেরাথ। বিশেষকরে মুমিনুল হকের ইনিংসটিকে 'স্পেশাল' বলে মূল্যায়ণ করেছেন। পাশাপাশি মুশফিকুর রহীম ও অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটিংয়েরও প্রশংসা করেন তিনি।

হেরাথের ভাষ্যমতে, ‘মমিনুল ১৭৬ রান করেছে এটা অবশ্যই স্পেশাল ইনিংস। এটা খুব বড় প্রাপ্তি। মুশফিক এবং মাহমুদউল্লাহও ভালো ব্যাট করেছে। এটা এখন পর্যন্ত খুব ভালো ব্যাটিং উইকেট।’
টেস্টের প্রথম দিনটা ছিলো বাংলাদেশের। তবে দ্বিতীয় দিনে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরাও। উইকেট এখনও ব্যাটসম্যানদের হয়ে কথা বললেও তৃতীয় দিনে চট্টগ্রামে স্পিনারদের সম্ভাবনা দেখছেন হেরাথ।
এই প্রসঙ্গে লঙ্কান তারকা স্পিনার বলেন, ‘তৃতীয় দিনে এখানে (উইকেটে) স্পিনারদের জন্য কিছু একটা আছে। আমি আজকেই (দ্বিতীয় দিনে) চা বিরতির পর কিছু টার্ন দেখেছি।’
ম্যাচের লাগাম নিজেদের হাতে নিতে হলে আরও ৩০০ রান করতে হবে শ্রীলঙ্কার এমনটাই জানিয়েছেন হেরাথ। তাছাড়া উইকেট এখনও ব্যাটিং সহায়ক আছে বলে মত এই অভিজ্ঞ ক্রিকেটারের।
হেরাথ জানিয়েছেন, ‘আমি এখন পর্যন্ত দেখছি এটা ব্যাটিং সহায়ক উইকেট। তারা ৫০০ এর বেশি রান করেছে। আমরাও ১ উইকেটে ১৮০ রান তুলেছি। আমাদের আরও ৩০০ রান করতে হবে।'