promotional_ad

এটাই হ্যালসলের দেখা সেরা টেস্ট ইনিংস

promotional_ad

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই অপরাজিত ১৭৫ রানের নান্দনিক ইনিংস খেলেন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান মমিনুল হক। দুর্দান্ত ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন এই ব্যাটিং তারকা।


দ্বিতীয় দিনে সেই প্রত্যাশা নিয়েই শুরু করেছিলেন মমিনুল। কিন্তু আর মাত্র ১ রান যোগ করে ব্যাক্তিগত ১৭৬ রানে সাজঘরে ফেরেন তিনি। এই ইনিংসে বাংলাদেশের হয়ে ষষ্ঠ ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন মমিনুল।


বাংলাদেশ দলের দলের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ রিচার্ড হ্যালসলের দৃষ্টিতে এটা তার দেখা সেরা টেস্ট ইনিংস। মমিনুল বলেই এমন ইনিংস খেলতে সক্ষম হয়েছেন বলে দাবি এই টাইগার কোচের।



promotional_ad

হ্যালসলের ভাষ্যমতে, "মমিনুলের ইনিংসটি আমার দেখা সেরা টেস্ট ইনিংস, শুধু মাত্র তার কাছ থেকেই এমন ইনিংস আশা করা যায়। মমিনুল বলেই এমন ইনিংস খেলতে সক্ষম হয়েছে। টেস্টে এমন ইনিংস সচারাচর দেখা যায়না।"


এদিকে, লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে নেমে শুরু থেকেই বোলারদের উপর চড়াও হয়েচছিলেন তিনি। ৫৯ বলে অর্ধশতকের দেখা মিললেও, টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলেছেন মাত্র ৯৬ বল খেলে।


আর এর মধ্য দিয়েই বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন টাইগার ব্যাটসম্যান মমিনুল হক। ২০১০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি করেছিলেন তামিম।



যা এখন পর্যন্ত বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড হিসেবে টিকে আছে। মমিনুল তার, ১৭৬ রানের ইনিংস খেলার পথে ১৬টি চার ও ১টি ছক্কার মার মেরেছেন। এই ইনিংস খেলার পথে বাংলাদেশের পক্ষে দ্রুত ২’হাজার রানও পূর্ণ করেন তিনি।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball