চট্টগ্রাম টেস্টে অন্যরকম বিশ্ব রেকর্ডে টাইগাররা

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টে একের পর এক রেকর্ড গড়ছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা। টেস্টের প্রথম দিনই দ্রুততম দুই হাজারি রানের ক্লাবে পা রেখেছেন মমিনুল হক।
চট্টগ্রামের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এরপর দ্বিতীয় দিন খেলতে নেমে আরেকটি মাইলফলকে পা রেখেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও।
অধিনায়ক হিসেবে অভিষেক মাচেই অর্ধশতক হাঁকিয়েছেন তিনি। পাশাপাশি ষষ্ঠ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানও তুলে নিয়েছেন তিনি। এতো গেলো ব্যাটসম্যানদের ব্যক্তিগত রেকর্ডের কথা।

এবার আসা যাক দলীয় রেকর্ডের পাঁচালীতে। টেস্টের দ্বিতীয় দিন মাহমুদউল্লাহর অপরাজিত ৮৩ রানের ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৫১৩ রানের পাহাড়সম সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
আর এরই সাথে নিজেদের টেস্ট ইতিহাসে সপ্তম বারের মতো পাঁচশ রানের কোটা পার করার রেকর্ড অর্জন করলো টাইগাররা। শুধু তাই নয়, রেকর্ড হয়েছে আরো। বাই কিংবা লেগ বাই ছাড়া ৫১৩ রানের এই দলীয় ইনিংসটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
এই রেকর্ডটি গড়ার ক্ষেত্রে টাইগাররা পেছনে ফেলেছে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকেও। এর আগে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাই ও লেগ বাই ছাড়া ৭ উইকেটে ৪৯৪ রান সংগ্রহ করেছিলো অজিরা।