'কাপ্তান' রিয়াদের দারুণ মাইলফলক

ছবি:

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ছিলেন ৯ রানে। দ্বিতীয় দিন খেলতে নেমে লাঞ্চ বিরতির আগে ৪৯ রানে অপরাজিত থাকেন রিয়াদ।
বিরতির পর আর একটি রান নিয়েই নিজের টেস্ট ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক তুলে নেন ভারপ্রাপ্ত টাইগার অধিনায়ক। এরই সাথে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টেই অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়লেন রিয়াদ। এখন পর্যন্ত যেই রেকর্ডটি আর কোনো বাংলাদেশি অধিনায়কেরই নেই।
অধিনায়ক হিসেবে রেকর্ড বুকে নাম লিখিয়ে এবার আরেকটি মাইলফলকে পা রাখার দ্বারপ্রান্তে চলে গেছেন রিয়াদ। চট্টগ্রাম টেস্টে এখন পর্যন্ত রিয়াদ অপরাজিত আছেন ৫০ রানে। আর মাত্র ১৯ রান করলেই ষষ্ঠ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলকে পা রাখবেন তিনি।

এর আগে এই মাইলফলকে পা রেখেছিলেন তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং মমিনুল হক। এদের মধ্যে মমিনুল হক ১৭৫ রানের ইনিংস খেলে চলমান টেস্টেই পা রেখেছেন দুই হাজারি রানের ক্লাবে।
দুই হাজার রান করতে এই টেস্টের আগে রিয়াদের প্রয়োজন ছিলো ৬৯ রানের। প্রথম দিন ৯ রানে অপরাজিত ছিলেন তিনি। রিয়াদের পাশাপাশি দারুণ একটি মাইলফলক স্পর্শ করার হাতছানি ছিলো টাইগার ওপেনার তামিম ইকবালেরও।
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৪ হাজার রান করার থেকে ১১৪ রান দূরে ছিলেন তামিম। তবে প্রথম দিন ৫২ রান করে আউট হওয়ায় দ্বিতীয় ইনিংস পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে তামিমকে। দ্বিতীয় ইনিংসে এর জন্য তাঁকে করতে হবে আর মাত্র ৬২ রান।