promotional_ad

দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে বাংলাদশ

promotional_ad

সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ: ৪১১/৬ (১০১) মাহমুদুল্লাহ ২০*, মিরাজ ১৭*


দিনের শুরুতেই হেরাথের আঘাত- 


চট্টগ্রাম টেস্টের প্রথম দিন দারুণ ব্যাটিং করে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন মমিনুল হক। বলা যায় সাবেক বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে উপযুক্ত জবাবই দিয়েছিলেন তাঁর অপরাজিত ১৭৫ রানের ইনিংসটির মধ্য দিয়ে।


আর মিমির দুর্দান্ত এই ইনিংসের মধ্য দিয়েই প্রথম দিন ৪ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলো স্বাগতিক বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরি হাঁকানোর লক্ষ্য নিয়েই খেলা শুরু করেছিলেন এই টাইগার ব্যাটসম্যান।



promotional_ad

কিন্তু সেই লক্ষ্যে পৌঁছুতে ব্যর্থ হয়েছেন মমিনুল। আজ স্কোরবোর্ডে মাত্র ৪ রান যোগ করার পরেই লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথের একটি বলে শর্ট লেগ অঞ্চলে কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেলেন মিমি।


আবারো হেরাথ- 


শুরুতেই মমিনুলের উইকেট হারানোর পরই খেই হারিয়ে ফেলে টাইগাররা। মাত্র ১৪ রানের ব্যবধানেই নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকতকেও ফিরে যেতে হয় সাজঘরে। এবারও অবশ্য সেই হেরাথই ফিরিয়েছেন তাঁকে। মিড অন অঞ্চলে লক্ষ্মণ সান্দাকানের হাতে ক্যাচ দিয়েছেন সৈকত। 


রিয়াদের সাথে ক্রিজে মেহেদী- 


সৈকতের পর ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদের (২০) সাথে যোগ দিয়েছেন মেহেদি হাসান মিরাজ (১৭) শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৪১১ রান। ক্রিজে মাহমুদউল্লাহ রিয়াদের (১২) সাথে ব্যাটিংয়ে যোগ দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত (৬)। 



বাংলাদেশ একাদশ-  তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),মমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম।


শ্রীলঙ্কা একাদশ-  দিমুথ করুনারত্নে, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেট রক্ষক), রোশান সিলভা, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, লক্ষ্মণ সন্দাকান, লাহিরু কুমারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball