শেষ বিকেলে উইকেট হারানোয় আফসোস তামিমের

ছবি:

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট হারিয়েছিল টাইগাররা। তবে দিনের দ্বিতীয় সেশনে প্রায় নিখুঁত ব্যাট করেছিলেন মমিনুল হক এবং মুশফিকুর রহিম।
কিন্তু তৃতীয় সেশনেই যত বিপদ। সুরাঙ্গা লাকমলের বলে উইকেটরক্ষক নিরোশান ডিকওয়েলার তালুবন্দী হয়ে ৯২ রান করে বিদায় নেন মুশফিক। আর তার পরের বলেই বোল্ড হয়ে ফেরত আসেন লাল সবুজ দলের বিশেষজ্ঞ উইকেটরক্ষক লিটন দাস।
দিনশেষে টাইগারদের সংগ্রহ ৩৭৪ রান। তারপরেও শেষ বিকেলের দুটি উইকেট হারানোয় দিনটিকে পুরোপুরি নিজেদের বলে মানতে পারছেন না টাইগার ওপেনার তামিম ইকবাল। বুধবার দিনের খেলা শেষে সাংবাদিকদের সামনে জানান,

"প্রথম দিনের প্রত্যাশা পুরোপুরিভাবে পূরণ হতো, যদি আমরা দুইটা উইকেট না হারাতাম। দুই উইকেট হারানোর পরও এটা আমাদের দিন। কাল আমরা কিভাবে শুরু করি, সেটা গুরুত্বপূর্ণ। ক্রিকেট ফানি গেম। তাদের ভালো বোলার আছে। আমরা যেভাবে করেছি, কালও সেভাবেই শুরু করতে হবে।"
তবে এখনো বড় রান করা সম্ভব বলে মনে করছেন তামিম ইকবাল। তার মতে, ছোটো ছোটো কয়েকটি জুটিই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মমিনুল-মাহমুদুল্লাহর পাশাপাশি ড্রেসিং রুমের শক্তিতে বিশ্বাস আছে তার।
"অবশ্যই এটা ভালো যে, আমরা ব্যাটিংয়ের দিক থেকে একটা সুন্দর দিন কাটালাম। আমরা সবাই জানি যে, ওদের সক্ষমতা আছে ঘুরে দাঁড়ানোর। যে দুজন ব্যাটসম্যান আছে, তারাও বড় কিছু করতে পারে। যারা ড্রেসিংরুমে আছে, তারাও বড় কিছু করতে পারে। আমাদের বড় জুটি করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।"