বড় ব্যাটিং ধ্বসের আশঙ্কায় ছিলেন তামিম

ছবি:

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে দারুণ সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। মমিনুল হকের অপরাজিত ১৭৫ রানের ইনিংসে লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটে ৩৭৪ রান সংগ্রহ করেছে টাইগাররা।
এদিন মমিনুলের পাশাপাশি ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন সাবেক টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমও। অধিনায়কত্বের চাপ সরে যাওয়াতেই হয়তো ৯২ রানের ঝলমলে ইনিংসটি উপহার দিতে পেরেছেন তিনি।
শুধু তাই নয়, মমিনুলের সাথে তাঁর ২৩৬ রানের জুটিটি দলকে বড় লক্ষ্যের ভিত গড়ে দিতে সাহায্য করেছে। প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাই মুশি ও মিমির জুটিটিকেই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করছেন টাইগার ওপেনার তামিম ইকবাল।
তবে দলীয় ৩৫৬ রানের মাথায় মুশফিক সেঞ্চুরির (৯২) খুব কাছ থেকে ফিরে গেলে বড় ধ্বসের আশঙ্কা করেছিলেন তামিম। কেননা পূর্বে এরূপ নজীর অনেক আছে বাংলাদেশের ক্ষেত্রে। তামিম বলছিলেন,

'দ্বিতীয় উইকেটে (আসলে তৃতীয়) আমরা যেভাবে পারফর্ম করেছি, আমার কাছে মনে হয় ওইভাবে শেষ করতে পারলে এটা ‘কমপ্লিট পারফর্মেন্স’ হতে পারতো। সত্যি কথা এটা নিয়ে চিন্তিত ছিলাম, যাতে কোনো ধ্বস না নামে। সধারণত কোনো বড় জুটি হলে আমাদের ক্ষেত্রে এমন হয়।' একটু বেশি হয়।'
ব্যাটিং ধ্বসের আশঙ্কা থাকার কারণেই ব্যাটসম্যানদের বার্তা দিচ্ছিলেন তামিম বলে জানান। দিনের শেষের দিকে মুশফিক ৯২ রানে আউট হয়ে যাওয়ার পর কোনো রান না করেই ফিরে যান লিটন কুমার দাস।
লিটনের আউটটিকে দুঃখজনক হিসেবে আখ্যা দিয়ে তামিম বলেন, 'আমরা আমাদের পক্ষ থেকে ব্যাটসম্যানদের এ বিষয়ে বার্তা দিচ্ছিলাম। কিন্তু দুঃখজনকভাবে মুশফিক আউট হওয়ার পর লিটন আউট হয়ে গেলো।'
শেষের দিকে পর পর দুটি উইকেট হারালেও দিনটি বাংলাদেশেরই ছিলো। স্কোরবোর্ডের দিকে তাকালেই অবশ্য এর চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়। তামিম নিজেও মানছেন বিষয়টি। বিশেষ করে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে পারাতেই বেশি পরিতৃপ্ত তিনি। তাঁর ভাষ্যমতে,
'তারপরও আমরা মনে করি- এটা একটা দারুণ দিন ছিলো। আমরা আক্রমণাত্মক ছিলাম, ইতিবাচক ছিলাম, একেবারে প্রথম বল থেকেই। যা দেখাটা দারুণ অভিজ্ঞতা।'