promotional_ad

চট্টগ্রাম টেস্টে রিয়াদের 'ইতিবাচক' পন্থা

promotional_ad

বাংলাদেশ দলের পঞ্চপান্ডবের একজন মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছরের অভিজ্ঞতা থাকলেও টেস্টে জাতীয় দলের হয়ে খেলছেন প্রায় ৮ বছর।


মাঠ এবং মাঠের বাইরেও একজন শান্ত মানুষ হিসেবে পরিচিত তিনি। ২০০৯ সালে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া রিয়াদ এই আট বছরে খেলেছেন ৩৫টি টেস্ট।


মিডেল অর্ডার পজিশনে দলের অন্যতম ভরসাবান এই ক্রিকেটার প্রথম বারের মত বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় দশম ক্রিকেটার হিসেবে টেস্টে টাইগারদের নেতৃত্ব দিতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটসম্যান।


তবে অধিনায়ক রিয়াদ মাঠে নামার আগে প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন না । তার লক্ষ্য একটাই দলের জন্য নিজের সেরাটা দেয়া, কে কি ভাবছে কিংবা প্রতিপক্ষ কে সেটা নিয়ে মাথা ব্যাথা নেই তাঁর। বুধবার ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে মাহমুদুল্লাহ রিয়াদ জানান,



promotional_ad

'আমার ব্যক্তিগতভাবে এসব জিনিস (প্রতিপক্ষ কোচ হাথুরুসিংহে) নিয়ে তেমন মাথা ব্যাথা নেই। আমি শুধু আমার দলকে কিভাবে বেস্ট সার্ভিস দিতে পারব সেটাই নিয়েই ভাবি। আমি এবং দলের সবাই যদি নিজের কাজটা ঠিক মত করতে পারি তাহলে সেটাই যথেষ্ট হবে।'


এদিকে শ্রীলংকার বিপক্ষে সেশন বাই সেশন ধরে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। ইতিবাচক চিন্তা ধারা নিয়েই ৫দিন লড়াই করার ইঙ্গিতও দিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। তিনি জানান,


'ক্রিকেটারদের লাইফে চ্যালেঞ্জ থাকবেই। ব্যক্তিগত পর্যায়ে চ্যালেঞ্জকে কে কিভাবে নিচ্ছে সেটাই বড় ব্যাপার। ইতিবাচক চিন্তা করলে ফল ইতিবাচক হবে। আর মন খারাপ করে বসে থাকলে কোন লাভ হয় না।


প্রতিদিনই নতুন নতুন চ্যালেঞ্জ থাকবে। আর টেস্ট ক্রিকেট ভিন্ন ফরম্যাট। এখানে পাঁচ দিনই গুরুত্বপূর্ণ। অনেক চ্যালেঞ্জ থাকবে, প্রতিটা সেশন ধরে ধরে ভালো খেলতে হবে আমাদের। স্টেপ বাই স্টেপ খেললেই ফল আসবে।'






আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball