promotional_ad

১৬ জনের স্কোয়াডে ৬ স্পিনার রাখার ব্যাখ্যায় নান্নু

promotional_ad

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চোটের কবলে পরে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে প্রায় ছিটকেই গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এই এক সাকিবের অভাব পূরণ করতেই মোট ছয়জন স্পেশালিষ্ট স্পিনার স্কোয়াডে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)! 


লঙ্কানদের বিপক্ষে চার বছর পর আবারো ডাক দেয়া হয়েছে স্পিনার আব্দুর রাজ্জাককে। ১৬ জনের স্কোয়াডে ৬ জোন স্পিনার নেয়ায় স্বাভাবিকভ??বে প্রশ্ন সৃষ্টি হচ্ছে। তবে সোমবার এই বিষয়টি খোলাসা করেছেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


তিনি জানিয়েছেন রাজ্জাকের অন্তর্ভুক্তি থেকে শুরু করে কোনো সিদ্ধান্তই হুট করে নেয়া হয়নি। সকল সিদ্ধান্ত চিন্তা ভাবনা ও বিচার বিশ্লেষণ করে নেয়া হয়েছে। এই প্রসঙ্গে গণমাধ্যমে নান্নু বলেন,  


'হুট করে নয়। এটা প্রক্রিয়াতেই ছিল। টেস্ট ক্রিকেটে দেশের মাটিতে আমরা স্পিনারদের উপর নির্ভার করেই খেলছি। রাজ্জাক অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব চোট পেয়েছে। এজন্য আমরা চিন্তা করলাম যে সানজামুল তো নতুন। ও আমাদের প্রক্রিয়ার মধ্যেই আছে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তাইজুলও আছে।'


promotional_ad

মূলত রাজ্জাকের ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফর্মেন্সের কথা মাথায় রেখেই টেস্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচক। তাঁর ভাষ্যমতে, 'আমরা চিন্তা করলাম রাজ্জাক যেহেতু ঘরোয়াতে ভালো করছে, ওকে দলের সঙ্গে রাখলে যদি সুযোগ আসে তাহলে দেখা যাবে। এই চিন্তা করেই ডাকা হয়েছে।’


তবে রাজ্জাককে অনেক আগে থেকেই নাকি বিবেচনায় রাখা হয়েছিলো বলে জানিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তবে সিরিজ শেষ হওয়ার পর টিম ম্যানেজমেন্টের সাথে সেভাবে আলোচনা করতে না পারায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়নি উল্লেখ করে নান্নুর বক্তব্য, 


'অবশ্যই সে বিবেচনায় ছিল। খেলা শেষে আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে পারিনি। আরেকজনকেও দেওয়ার চিন্তা ছিল। যেহেতু দেশের মাটিতে দুটি টেস্ট আছে সিরিজে, এজন্য ১৬ জনের স্কোয়াড করেছি। যার পজিশন ভালো থাকবে, তাকেই আমরা খেলাব।'


ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছেন আব্দুর রাজ্জাক। কিছুদিন আগে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি।


সুতরাং রাজ্জাকের অভিজ্ঞতার পারদ নিঃসন্দেহে যথেষ্ট উঁচুতে সানজামুলের থেকে। সেই কথাটি আবারো মনে করিয়ে দিলেন প্রধান নির্বাচক নান্নু। বললেন, 'যেহেতু অনেক অভিজ্ঞ ক্রিকেটার (রাজ্জাক) , আগে খেলে গিয়েছে, ঘরোয়াতে পারফর্ম করছে, যেহেতু সানজামুল অনভিজ্ঞ, সে হিসেবে চিন্তা করে আনা হয়েছে। সানজামুলকে আমরা রেখে দিয়েছি। যেহেতু দেশের মাটিতে খেলা, যে কোনো কাউকে ডাকতে পারি।' 


এদিকে স্কোয়াডে স্পিনার সংখ্যা বেশি থাকলেও সেরা একাদশ নির্বাচন করতে সমস্যা হবে না বলে বিশ্বাস নান্নুর। কেননা একাদশে তিন জন স্পিনার রেখে বাকিদের বাইরে রাখা হবে ইঙ্গিত দিলেন তিনি। প্রধান নির্বাচকের ভাষায়,


'এতগুলো কোথায়? ৪ জন (আসলে ছয়জন) স্পিনার আছে। অনেকগুলো কোথায়? ৩ জন তো খেলেই আমাদের। একজন হয়ত বাইরে থাকবে। অনেকগুলি তো নেই। দলের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার হবে, সেটি করা হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball