আইপিএলে প্রথম নেপালী লামিচান

ছবি:

২০১৬ সালের যুব বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছিলেন নেপালী লেগ স্পিনার সন্দিপ লামিচান। সেবার অসাধারন বোলিং নৈপুণ্যে নিজ দল নেপালকে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উঠিয়েছিলেন।
কোয়ার্টার ফাইনালে স্বাগতিক বাংলাদেশের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তার দলকে। তারপরও টুর্নামেন্টে নিজের প্রতিভার সাক্ষর রেখে গিয়েছিলেন লামিচান। সেই আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই লেগ স্পিনার।
এবার প্রথম নেপালী ক্রিকেটার হিসেবে আইপিএলের আসরে মাঠে নামতে চলেছেন এই তরুণ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস তাকে কিনে নিয়েছে এবারের নিলাম থেকে।

আইপিএল নিলামে লামিচানের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। সেই ভিত্তি মূল্যেই লামিচানকে দলে ভিড়িয়েছে দিল্লি। এই লেগ স্পিনারকে দলে ভেড়ানোর পর এক টুইটার বার্তায় এই ১৭ বছরের ক্রিকেটারকে অভিনন্দনও জানানো হয়েছে ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে।
২০১৬ সালের যুব বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে নেপালকে শেষ আটে পৌঁছে দেয় লামিচান, পুরো টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন।
সেই বিশ্ব আসরেই পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিকের গৌড়ব অর্জন করেছিলেন লামিচান। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নেরও প্রশংসা কুঁড়িয়েছিলেন এই তরুণ।