নিলামের শেষ বেলায় নতুন দলে ক্রিস গেইল
ছবি:

আইপিএল নিলামে প্রথম এবং দ্বিতীয় ডাকে অবিক্রিত থাকলেও তৃতীয় ডাকে ক্যারিবিয়ান হার্ড হিটার ক্রিস গেইলকে দলে ভিড়িয়েছেন প্রতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব।
নিলামে গেইলের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। শেষ পর্যন্ত কারো সাথে কোন লড়াই ছাড়াই তাকে দলে ভিড়িয়ে শেষ হাসি হাসে কিংস ইলেভেন পাঞ্জাব।
শেষ বেলায় দল পেয়েছেন মিচেল জনসন (কলকাতা), টিম সাউদি (ব্যাঙ্গালুরু), স্যাম বিলিংস (চেন্নাই), মুরলি বিজয় (চেন্নাই), নমন ওঝা (রাজস্থান), পার্থিভ প্যাটেল (ব্যাঙ্গালুরু, মার্ক উড (চেন্নাই), আকিলা ধনঞ্জয় (মুম্বাই)।

এদিকে শনিবার অনুষ্ঠিত এই নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ২ কোটি ২০ লাখ রুপির বিনিমিয়ে তাকে দলে ভেড়ায় মুম্বাই।
তবে মুস্তাফিজকে দলে নিতে দিল্লি সহ আরও এক দুটি দলের সঙ্গে লড়াই করতে হয়েছে মুম্বাইকে। ফিজের পাশাপাশি সাকিব আল হাসানকে দলে টেনেছে টম মুডির দল সানরাইজার্স হায়দ্রাবাদ।
তাকে দলে নিতে রাজস্থানের সাথে লড়াই করতে হয়েছে দলটিকে। মোট দুই কোটি মূল্যে তাকে শেষ পর্যন্ত দলে নেয় হায়দ্রা