promotional_ad

সেরা ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশিদের জয়জয়কার

promotional_ad

মাত্রই শনিবার (২৭শে জানুয়ারি) শেষ হয়েছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। শনিবার বাংলাদেশকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের দল। 


তবে পুরো সিরিজ জুড়েই দারুণ পারফর্ম করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা। স্পষ্ট করে বলতে গেলে বলতে হবে টাইগার ওপেনার তামিম ইকবালের কথা। ব্যাট হাতে এই ড্যাশিং ওপেনারই সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন।


পাঁচ ম্যাচে ৬৩ গড়ে ২৫২ রান সংগ্রহ করেছেন তামিম। যেখানে তার সেরা ইনিংসটি ৮৪ রানের। তামিমের পর ৪ ম্যাচে ১৮১ রান নিয়ে তালিকার দ্বিতীয়তে আছেন জিম্বাবুইয়ান ব্যাটসম্যান সিকান্দার রাজা। ৬০.৩৩ গড়ে এই রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে তাঁর সর্বোচ্চ রানের ইনিংসটি ৮১ রানের। 



promotional_ad

তৃতীয় অবস্থানে আছেন টাইগারদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৫ ম্যাচে ৪০.৭৫ গড়ে ১৬৩ রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ রানের ইনিংসটি ৬৭ রানের। 


সাকিবের পর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চমে আছেন দুই শ্রীলঙ্কান উপুল থারাঙ্গা ও দীনেশ চান্ডিমাল। ৫ ম্যাচে ৩৭ গড়ে ১৪৮ রান সংগ্রহ করেছেন থারাঙ্গা (সেরা ৫৬)। অপরদিকে চান্ডিমালের সংগ্রহ ৫ ম্যাচে ৪৮.৩৩ গড়ে ১৪৫ রান (সেরা ৪৫)। 


চলুন দেখে নেয়া যাক সিরিজের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকাটি- 



         ব্যাটসম্যান      ম্যাচ সংখ্যা            গড়     রান সংখ্যা        সেরা        দেশ
       তামিম ইকবাল                ৫            ৬৩          ২৫২          ৮৪     বাংলাদেশ
       সিকান্দার রাজা                ৫        ৬০.৩৩           ১৮১          ৮১     জিম্বাবুয়ে
       সাকিব আল হাসান                ৫         ৪০.৭৫          ১৬৩         ৬৭    বাংলাদেশ
         উপুল থারাঙ্গা

               


            ৩৭           ১৪৮         ৫৬      শ্রীলঙ্কা 
       দীনেশ চান্ডিমাল                ৫       ৪৮.৩৩           ১৪৫          ৪৫       শ্রীলঙ্কা 


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball