শুরুর ধাক্কা সামলাতে পারিনিঃ মাশরাফি

ছবি:

ফাইনালের আগের দিন সাংবাদিক সম্মেলনে মাশরাফি বলেছিলেন, নিজের দলের ব্যাটিংয়ের শুরুটাই বলে দিবে ফলাফল। আর শনিবার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঠিক এমনটাই হল। বাজে শুরুর পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ।
শনিবার ম্যাচের পরেও শুরুর ধাক্কার কথা উল্লেখ করেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। তার মতে, শুরুর দিকে দ্রুত উইকেট পতনই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে টাইগারদের। সাংবাদিকদের জানান,"হয়তোবা পাঁচ ওভারে ১১ ছিল। তামিম আউট হলো তখন। বলা খুব কঠিন। আসলে ব্যাটসম্যানের মনে। ১০ ওভার ব্যাট উইকেট না হারিয়ে যদি ৩০ হতো। তাহলে হয়ত আজকে এর থেকে বেশি দরকার ছিল না। এমনকি ১ উইকেট পড়লেও ৪০-৪৫ রান দশ ওভারে আমরা আশাই করি।
"স্পেশালি এইসব উইকেটে। সেসময় যদি ১০ ওভারে ৩০ হতো উইকেট না হারিয়ে তাহলে অবশ্যই গেমে থাকতাম। যেখানে ২২ রানে আমাদের তিন উইকেট পড়ে গিয়েছে। ১ উইকেট পড়ার পর আরেকটু ধরে খেলা উচিত ছিল। এতটা অ্যাটাকিং মুডে না যেয়ে একটু ক্যারি করলে ভাল হত।"

তবে মাশরাফি মনে করছেন, ব্যাটসম্যানদের বল বুঝতে এবং সে অনুযায়ী শট খেলতে যথেষ্ট সমস্যা আছে। এজন্য শুরুতে উইকেট পড়লেও ম্যাচ থেকে বের হওয়ার সুযোগ হারিয়েছে টাইগাররা।
"আমার কাছে মনে হয় মেন্টালি আরও বেশি। যতটুকু জানি একজন ব্যাটসম্যানের ঠিক বল সিলেকশন ও ডিসিশন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। সেইখানে হয়ত একটা ঘাটতি থাকতে পারে। আর চাপ অবশ্যই কাজ করে। চাপে পড়লে ওখান থেকে বের হয়ে আসতে হবে।
"আর্লি দুই-তিন উইকেট পড়ার পর কীভাবে ব্যাট করতে হবে। ওই সিচুয়েশনগুলো হেন্ডেল করা আরও গুরুত্বপূর্ণ। যদিও অনেক সময় এই অবস্থায় পড়ি। হয়ত পারছি না ডেলিভার করতে। তবে রিয়াদ যেভাবে খেলছিল, মুশফিক যদি আরেকটু বড় করত হয়তয়া সম্ভব ছিল।"