promotional_ad

এখনই নিজেদের 'চোকার' মানতে নারাজ মাশরাফি

promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৭৯ রানে লঙ্কানদের বিপক্ষে হেরেছে বাংলাদে?? দল। এ নিয়ে ঘরের মাঠে চতুর্থ বারের মতো কোনো টুর্নামেন্টের ফাইনাল হারলো টাইগাররা। এর আগে ২০০৯ সালে প্রথমবার ত্রিদেশীয় সিরিজে ফাইনালে সেই লঙ্কানদের বিপক্ষে হারে বাংলাদেশ দল।


এরপর ২০১২ ও ২০১৬ সালের এশিয়া কাপের ফাইনালেও পরাজয় বরণ করে নেয় টাইগাররা। তবে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন আগের ফাইনালগুলোর চেয়ে এবার বাংলাদেশ দল অনেক বেশি সুশ্রীঙ্খল ছিল। আগের ম্যাচের চেয়ে টাইগারদের বোলিং এই ম্যাচে বেশ ভালো ছিল বলে মনে করেন মাশরাফি।


"অন্য ফাইনালের চেয়ে আজকে আমরা বেশি ডিসিপ্লিন ছিলাম। বিশেষ করে বোলিং যদি বলেন। ফিল্ডিং হয়তো কয়েকটা ক্যাচ ড্রপ হয়েছে।ফাইনালে একটা চাপ থাকে সেটা কালকেও বলেছিলাম। আমার কাছে মনে হয় শেষ ম্যাচের চেয়ে বোলিংটা আমাদের ভালো ছিল। দুইশোর মধ্যে আমরা আটকে রাখা যেত।"



promotional_ad

তাছাড়া, ব্যাটিংয়েও ভালো করার সুযোগ ছিল বলে মনে করেন মাশরাফি। সাকিব না থাকায় চাপ তৈরি হয়েছে কি না তা নিয়ে সন্দেহ থাকলেও ২২০ রানের লক্ষ্য তাড়া করার জন্য যথেষ্ঠ খেলোয়াড় ছিল বলে জানিয়েছেন টাইগার দলপতি।


"ব্যাটিংটা আরও একটু চিন্তা করে করলে ভালো হতো। আমি জানি না সাকিবের বিষয়টা কারো মাথায় চাপ তৈরি করেছে কিনা। তারপরও আমার মনে হয় ২২০ করার জন্য ড্রেসিংরুমে এনাফ খেলোয়াড় ছিল। যারা হয়তো এক্টু সময় কাটালে কাজটা সহজ হতো।"


ঘরের মাঠে টানা চার ফাইনাল হারের পরও নিজেদের চোকার মানতে নারাজ মাশরাফি। দক্ষিণ আফ্রিকার মতো র‍্যাঙ্কিংয়ে উন্নতি করে তাদের মানের দল হওয়ার আগে চোকার বলা যুক্তি সঙ্গত না বলেও জানিয়েছেন তিনি।



"আমি ভাগ্যে কিছুটা বিশ্বাস করি। আমি ওটা বলবো না। দক্ষিণ আফ্রিকার মতো দল হওয়ার পর হয়তো বলা যাবে আমরা চোক করছি কিনা। ততক্ষণ আফ্রিকার সঙ্গে বাংলাদেশের মেলোনো যুক্তিসঙ্গত না।  আমাদের ওই লেভেলে আগে যেতে হবে। ওরা সব সময় র‌্যাঙ্কিংয়ে ১-২-৩ সব সময় থাকে। তাদের লেভেলে গিয়ে এটা বলা ঠিক হবে।"<


আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball