promotional_ad

'সাকিবকে ছাড়াই লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল'

promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার ইনিংসের ৪২তম ওভারে এক্সট্রা কাভার থেকে ছুটে এসে স্টাম্প ভাঙতে গিয়ে কনিষ্ঠ আঙুলে চোট পান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুতই তাঁকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে।




পরে ২২২ রানের লক্ষ্যে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নামলে ব্যাট হাতে নামেননি সাকিব। এই অলরাউন্ডারকে ছাড়াই ১৪২ রানে নবম উইকেট হারিয়ে ৭৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সাকিবকে ছাড়াই এই লক্ষ্য তাড়া করে জয় সম্ভব ছিল।





promotional_ad

সাকিবের ইনজুরির ধরণ দেখেই মাশরাফি বুঝে গিয়েছেলেন এই অলরাউন্ডারকে আর ব্যাটিংয়ে পাবে না টাইগাররা। সাকিবের শুন্যতা মাথায় না এনেই সতীর্থ্যদের পরামর্শ দিয়েছিলেন মাশরাফি। তবে, তাতেও শেষ রক্ষা হয়নি টাইগারদের। 




এই প্রসঙ্গে মাশরাফি বলেন, "স্বাভাবিক দলের সেরা খেলোয়াড় নেই। তারপরও আমার কাছে মনে হয় না।  সাকিব যখন পড়ে যায়, তার হাত দেখে আমার শিউর হয়েছিলাম তাকে আমরা ব্যাটিংয়ে পাচ্ছি না।  প্রত্যেক খেলোয়াড়রই জানতো সাকিব খেলতে পারবে না। ড্রেসিংরুমে আমরা আলোচনাও করেছি। সাকিব ব্যাটিং করতে পারবে না, এটা মাথায় মধ্যে কাউকে না আনতে।  আমার হয়তো এটা এক্সকিউজ দেওয়া ঠিক হবে না।  ২২০ চেজ করার মতো ব্যাটসম্যান আমাদের ছিল।"





দ্রুত তিন উইকেট পড়ে গেলেও, মাহমুদুল্লাহ-মুশফিকের জুটিতে জয়ের স্বপ্ন দেখেছিলেন মাশরাফি। তবে, মুশফিকের আউটে সেই স্বপ্নও ভেঙে যায়। মুশফিক-মাহমুদুল্লাহর জুটিটা আরেকটু বড় হওয়ার আক্ষেপ করেছেন টাইগার দলপতি।




মাশরাফির ভাষ্যমতে, "উইকেটে যে  আচরণ ছিল। বল উঠছিল, নামছিল। আমরা জানি এখানে কিছুক্ষন সময় না কাটালে শটস খেলা খুব কঠিন।  হয়তো দশ ওভারের ভেতর রান ছিল না, এই কারনে ব্যাটসম্যানরা শটস খেলেছে। আমার জন্য খুব কঠিন ওই সময়টা ব্যাখা করা।  ওই সময় ব্যাটসম্যানদের মাথায় আসলে কি চলছিল।  দশ ওভার শেষে রিয়াদ এবং মুশফিক যেভাবে ব্যাটিং করছিল। আমার মনে হয় তাদের জুটিটা আরও একটু এগিয়ে যেতে পারলে পরের দিকে হয়তো একটু সহজ হতো। তখন হয়তো সাকিব একটু এ্যাফোর্ট দিতে পারত! কারন এটা ছিল ফাইনাল।  কিন্তু মুশফিক আউট হওয়ার পর চিত্রটা পাল্টে যায়।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball