promotional_ad

টেস্ট দলে ডাক পেলেন সানজামুল-তানবীর

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য শুক্রবার  ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পান প্রতিভাবান তরুণ স্পিন বোলিং অলরাউন্ডার নাঈম হাসান।




তবে, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ইনজুরিতে পড়লে শনিবার তাকে বাদ দিয়ে দলে নেয়া হয়েছে বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ও স্পিন বোলিং অলরাউন্ডার তানবীর হায়দারকে। 




চলতি ত্রিদেশীয় সিরিজে দুটি ম্যাচ খেলেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। সেখানে ভালো পারফরমেন্স করে নির্বাচকদের নজর কেড়ে নিয়েছেন সানজামুল ইসলাম।



promotional_ad



এদিকে, গত বছর নিউজিল্যান্ড সফরের টেস্ট দলে ছিলেন তানবীর হায়দার। যদিও দুই টেস্টের একটিতেও মাঠে নামা হয়নি তার। আর এবারই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সানজামুল।




৬০ টি প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ খেলে সানজামুলের সংগ্রহে রয়েছে ২২৪ টি উইকেট। আর ব্যাট হাতে ৬ সেঞ্চুরি ও ১৩ টি শতকে ১ হাজার ৭ শত ৪৪ রান করেছেন সানজামুল।





প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড:


মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান, সানজামুল ইসলাম ও তানিবীর হায়দার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball