promotional_ad

পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি টাইগার যুবারা

promotional_ad

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। কিন্তু এবার ভারতের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে। কোয়ার্টার ফাইনালে টাইগার যুবারা ভারতের বিপক্ষে ১৩১ রানের বড় ব্যবধানে হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে।




এদিকে, রবিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে মাঠে নামবে সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। কুইন্সল্যান্ডের জন ডেভিস ওভালে রবিবার ভোর সাড়ে ৩ টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগার যুবারা।




দুই দলই গ্রুপ পর্বে সি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করেছে। গ্রুপ পর্বে ইংল্যান্ডের সাথে সাক্ষাতে টাইগার যুবারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারে। এরপর গ্রুপ রানার আপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ইংল্যান্ড তাদের গ্রুপ পর্বের তিন ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।



promotional_ad



ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে পঞ্চমস্থান নির্ধারণী ম্যাচে খেলছে। এদিকে, বাংলাদেশ যুব দল গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নামবিয়া ও কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। ইংল্যান্ডের সাথে হেরে গ্রুপ রানার আপ হয় টাইগাররা।




অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ইংল্যান্ড ৩০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে টাইগাররা জয় পেয়েছে ১৮ টি ম্যাচে ইংল্যান্ডের জয় ১০ টিতে। আর বাকি দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল।





ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ যুব দলের কোচ ড্যামিয়েন রাইট জানিয়েছেন, তিনি ম্যাচটি নিয়ে বেশ আশাবাদী। ইংল্যান্ডের বিপক্ষে টাইগার যুবারা নিজেদের সেরাটা দেবে বলেও নিশ্চিত করেছেন তিনি। তাছাড়া, কোয়ার্টার ফাইনালে যে ভারতের বিপক্ষে হেরে তার দল শিরোপার লড়াই থেকে বাদ পড়েছে তাদের শক্তিমত্তার প্রশংসা করেছেন তিনি।




রাইটের ভাষ্যমতে,  "এই বিশ্বকাপের মতো আসরে এখনও পঞ্চম স্থান ধরে রাখার সুযোগ আছে। এটি যদি আপনি নাও জিতেন তাও বলতে পারবেন ১৬ দলের মধ্যে আপনি কোথায় থেকে আসর শেষ করেছেন। আমরা যাদের মোকাবেলা করেছি তাদের মধ্যে ভারত সম্ভবত সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু আমি বলতে চাই এখানেই সব শেষ হয়ে যায়নি। এখন আমরা ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে নজর দিতে চাই এবং নিজেদের সেরাটা দিতে চাই।"



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball