promotional_ad

প্রথম টেস্ট থেকে ছিটকে পড়লেন সাকিব

promotional_ad

চলতি মাসের ৩১শে জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে দুুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। কিন্তু সেই সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। 


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়েছিলেন সাকিব। ফলে বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলে আঘাত পান তিনি। এরপর তাঁকে হাসপাতালে নেয়ার পর এক্স-রে করানো হয়। 


রিপোর্ট পাওয়ার পর জানা গেছে কনিষ্ঠ আঙ্গুলে কোনো প্রকার চিড় ধরা পড়েনি সাকিবের, তবে সেলাইয়ের প্রয়োজন হয়েছে। আর এই ইনজুরির কারণে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন সাকিব।



promotional_ad

ইতিমধ্যে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও দেবাশিষ চৌধুরী। সাকিবের ইনজুরি প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, 


'এক্স-রে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। তবে তাঁর বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল মচকে গেছে। তাঁকে কসমেটিক সার্জনের পরামর্শ নিতে বলা হয়েছে এবং ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তাঁর এই আঙ্গুলের কারণে কমপক্ষে এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে, এর মানে হলো সে চট্টগ্রাম টেস্টে খেলতে পারছে না।' 


এর আগে সাকিবের অনিশ্চয়তার বিষয়টি জানিয়েছিলেন বিসিবর মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও। তিনি বলেছিলেন, 'এক্স-রেতে সাকিবের আঙ্গুলে চিড় ধরা পড়েনি। তবে সেলাই লেগেছে। এই ম্যাচতো খেলতেই পারবে না, প্রথম টেস্টের আগে সে সুস্থ হয়ে উঠতে পারবে কী না নিশ্চিত নই।'



এবার আনুষ্ঠানিকভাবেই জানা গেলো সাকিবের ছিটকে পড়ার বিষয়টি।





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball