টেস্ট সিরিজে অনিশ্চিত 'অধিনায়ক' সাকিব

ছবি:

শনিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে বাঁ হাতের আঙ্গুলে ব্যাথা পান টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
এদিন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের ৪২তম ওভারের প্রথম বলে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়েছিলেন সাকিব। এরপর বেশ কিছুক্ষণ মাঠেই শুয়ে ছিলেন তিনি। পরবর্তীতে ফিজিওর সহায়তায় মাঠ ছাড়তে বাধ্য হন সাকিব।
ইতিমধ্যে তাঁর আঙ্গুলের এক্স-রে করানো হয়েছে। আর এক্স-রে রিপোর্ট থেকে জানা গেছে আঙ্গুলে চিড় ধরা পড়েনি সাকিবের। তবে সেলাই লেগেছে তাঁর।

এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিবের এক্স-রে রিপোর্ট পাওয়ার পর গণমাধ্যমকে তিনি বলেন, 'এক্স-রেতে সাকিবের আঙ্গুলে চিড় ধরা পড়েনি। তবে সেলাই লেগেছে।'
এই ইনজুরির কবলে পড়ায় লঙ্কানদের বিপক্ষে চলতি মাসের ৩১ তারিখ থেকে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজ থেকেও অনিশ্চিত হয়ে পড়েছেন সাকিব। জালাল ইউনুস নিজেও জানিয়েছেন এমনটাই। তিনি বলেন, 'এই ম্যাচতো খেলতেই পারবে না, প্রথম টেস্টের আগে সে সুস্থ হয়ে উঠতে পারবে কী না নিশ্চিত নই।'
উল্লেখ্য শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়ায় সাকিবের পরিবর্তে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন হার্ডহিটার সাব্বির রহমান রুম্মান।