promotional_ad

উইকেটের দ্রুততম অর্ধশতকে কাটার মাস্টার

promotional_ad

শ্রীলঙ্কার বিপক্???ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাঠে নামার আগে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।


এই ম্যাচের আগে বাংলাদেশি বোলারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে ছিলেন ফিজ। লঙ্কানদের বিপক্ষে আজ খেলতে নেমে নিজের চতুর্থতম ওভারে এসে উপুল থারাঙ্গাকে বোল্ড করে ফিরিয়ে দিয়ে উইকেটের অর্ধশতক পূর্ণ করেন মুস্তাফিজ।  


এর আগে বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম ৫০ উইকেট শিকারের রেকর্ডটি ছিলো সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের। ৩২ টি ওয়ানডেতে এই মাইলফলকে পা রাখেন রাজ্জাক।


যেখানে মাত্র ২৭তম ওয়ানডেতেই এই রেকর্ডে পা রাখলেন ফিজ। মুস্তাফিজ এবং রাজ্জাকের পর এই তালিকায় আছেন সাবেক পেস তারকা সৈয়দ রাসেল। ৩৯তম ওয়ানডেতে উইকেটের অর্ধশতক পূরণ করেছিলেন তিনি। 



promotional_ad

এদিকে থারাঙ্গার উইকেটটি তুলে নিয়ে দ্রুততম বোলার হিসেবে উইকেটের অর্ধশতকের দিক থেকে ষষ্ঠ স্থানেও উঠে এসেছেন মুস্তাফিজ। পাশাপাশি তিনি জায়গা করে নিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুসের পাশে।


২৭ ম্যাচে ৫০ উইকেট শিকার করা বোলারদের মধ্যে মুস্তাফিজ এবং ওয়াকার ছাড়াও আছেন কিউই পেসার শেন বন্ড, প্রোটিয়া পেসার লনওয়াবে সোতসোবে, অস্ট্রেলিয়ান পেসার ক্লিন্ট ম্যাকে ও প্যাট কামিন্স।


সবচেয়ে কম ম্যাচে উইকেটের অর্ধশতক হাঁকানোর দিক থেকে সবার ওপরে আছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। ১৯টি ওয়ানডেতে এই মাইলফলকে পা রাখেন তিনি।  


তবে মুস্তাফিজ এই রেকর্ডটি গড়তে পারতেন শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচেই। কিন্তু সেই ম্যাচটিতে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ৮২ রানে অলআউট হয়ে গিয়েছিলো বাংলাদেশ।



পরবর্তীতে ১০ উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় লঙ্কানরা। ১.৫ ওভার বোলিং করে ১৪ রান খরচায় উইকেট শুন্য ছিলেন ফিজ। ফলে উইকেটের দ্রুততম অর্ধশতকের রেকর্ডটি দখলে নিতে ব্যর্থ হন কাটার মাস্টার। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball