ক্যালিস, আফ্রিদিকে টপকানোর দ্বারপ্রান্তে সাকিব

ছবি:

বল এবং ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। একই ম্যাচে ৩ উইকেট এবং অর্ধশতক হাঁকানোর রেকর্ডও গড়েছিলেন তিনি।
এবার শনিবার ফাইনাল ম্যাচের আগে আরেকটি অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ফাইনাল ম্যাচটিতে আর মাত্র ৪ উইকেট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের পাশাপাশি ৫০০ উইকেট শিকারের রেকর্ড গড়বেন সাকিব।

এখন পর্যন্ত ক্রিকেট বিশ্বে মাত্র দুইজন অলরাউন্ডার এই রেকর্ডটির অধিকারী। সেই দুইজন ক্রিকেটার ছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিস এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি ।
১০ হাজার রান এবং ৫০০ উইকেটের মাইলফলকে স্পর্শ করতে ক্যালিস খেলেছিলেন মোট ৪২০টি ম্যাচ। অপরদিকে আফ্রিদির সময় লেগেছিলো ৪৭৭ ম্যাচ। তবে ম্যাচ সংখ্যার থেকে সাকিব ঠিকই ছাড়িয়ে যাবেন সবাইকে সেটি বলাই বাহুল্য।
মোট ২৯৬টি ম্যাচে সাকিবের রান সংখ্যা ১০ হাজার ৫২ এবং উইকেট সংখ্যা ৪৯৬টি। ক্যালিস ও আফ্রিদিকে টপকে যাওয়া সাকিবের জন্য এখন অনেকটা সময়ের ব্যাপার বলেই ধরে নেয়া যায়।