promotional_ad

সাইফের আক্ষেপ

promotional_ad

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়তে হচ্ছে সাইফ হাসানের বাংলাদেশ দলকে। ভারতের কাছে ১৩১ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে বাংলাদেশের যুবারা। 


বাঁচা মরার লড়াইয়ে আগে ব্যাট করা ভারতকে ২৬৫ রানে অল আউট করলেও স্পিনারদের পারফর্মেন্সে সন্তুষ্ট নন অধিনায়ক সাইফ হাসান। ম্যাচ শেষে তিনি বলছেন,


'আমাদের বোলিংয়ের শুরুটা ভালো ছিল। কিন্তু আমরা ধারা বজায় রাখতে পারিনি। মিডেল ওভারে ওদের একটা পার্টনারশিপ হয়েছিল কিন্তু আমাদের স্পিনাররা ওদের থামাতে পারেনি।'



promotional_ad

কিন্তু ২৬৬ রানের লক্ষ্য অসম্ভবও ছিল না। তবে এমন লক্ষ্য তাড়া করতে হলে টপ অর্ডার ব্যাটসম্যানদের ভালো কিছু করতেই হতো। কিন্তু সেটা হয়ে ওঠে নি।পিনাক ঘোষের চল্লিশ ছাড়ানো স্কোরই বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ।


'আমরা ব্যাট হাতে আরও ইতিবাচক হতে পারতাম। শুরুতে যদি আরও ইতিবাচক ব্যাটিং করা যেত, তাহলে মিডেল অর্ডারের জন্য কাজটা সহজ হতে পারতো। আমাদের পরিকল্পনা ছিল প্রথম দশ ওভারে উইকেট না হারানো। সেটা হয় নি।,' বলছেন যুবা দলের অধিনায়ক।


বড় ব্যবধানে হারের ম্যাচে একমাত্র ইতিবাচক দিক ছিল পেসার কাজি অনিকের পারফর্মেন্স। ইনজুরির কারনে মাঠ ছাড়তে হলেও ডেথ ওভারে এসে এক স্পেলে তিন উইকেট নিয়ে ভারতের স্কোর ২৬৫ রানে বেঁধে রাখতে সাহায্য করেছে অনিক।



নিজের পারফরমেন্স দিয়ে অধিনায়কের প্রশংসা পাচ্ছেন তিনি। সাইফ বলেছেন, 'সে এখন ভালো আছে। ও তার শতভাগ দিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball