promotional_ad

চাপে পড়ে উইকেট দিয়ে বসলো বাংলাদেশ

promotional_ad

টানা দ্বিতীয় বারের মত যুব বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। চলমান যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতকে ২৬৫ রানে আটকিয়ে দিয়েছে টাইগাররা।


জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন দুই টাইগার ওপেনার পিনাক ঘোষ এবং মোহাম্মদ নাইম। ধীর গতিতে স্কোরবোর্ডে রান যোগ করলেও ম্যাচের নবম ওভারে উইকেট দিয়ে বসেন ওপেনার নাইম।


১২ রান করে শিভাম মাভির বলে বিদায় নেন তিনি। এরপর আরেক ওপেনার পিনাককে সঙ্গ দিতে ক্রিজে নামেন অধিনায়ক সাইফ। দুজন মিলে সতর্কভাবে খেলতে থাকেন প্রতিপক্ষের বোলারদের।



promotional_ad

তুলে নেন দলীয় ফিফটি। কিন্তু এর খানিক পরই অধিনায়ক সাইফকে বিদায় করেন পেসার নাগারকটি। ১২ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটসম্যান। দুই উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে উদ্ধার করতে পারেননি উইকেটে থিতু হয়ে খেলতে থাকা ওপেনার পিনাক ঘোষও।


দলীয় ৭৬ রানে ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে উইকেট দিয়ে বসেন তিনি। ৪৩ রান আসে তার ব্যাট থেকে। বর্তমানে হৃদয়ের সঙ্গে ক্রিজে আছেন অলরাউন্ডার আফিফ হোসেন।


প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। 



ভারত একাদশঃ  প্রিথভি শহ (অধিনায়ক), মনজোত কালরা, শুভম্যান গিল, হরবিক দেশাই, রিয়ান পারাগ, অভিষেক শর্মা, কমলেশ নাগর্ক আরিয়ান জুয়াল, শিবম গিল, শিভা সিং, ইশান পোরল


বাংলাদেশ একাদশঃমোহাম্মদ নাঈম, পিনক ঘোষ, সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম,মাহিদুল ইসলাম অঙ্কন,  নাঈম হাসান, কাজী অনিক, হাসান মাহমুদ, রবিউল হক



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball