promotional_ad

বড় স্কোর গড়ার পথে ভারত

promotional_ad

শুক্রবার যুব বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নেমেছে উপমহাদেশের দুই দল ভারত এবং বাংলাদেশ। কুইন্সটাউনে বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় শুরু হচ্ছে ম্যাচটি। বিশ্বকাপে এখন পর্যন্ত তিন বার  ভারতের বিপক্ষে খেলেছে টাইগাররা।


ইতিমধ্যে ম্যাচে ইতিমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের দলপতি প্রিথভি শ। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ইনিংসের চতুর্থ ওভারেই  মনজোত কালরাকে ক্যাঁচে পরিণত করে বিদায় করেন পেসার রবিউল হক। 


মানজোতের বিদায় আরেক ওপেনার প্রিথভিকে সঙ্গ দিতে নামেন শুভম্যান গিল। গিলকে সঙ্গে নিয়ে দেখে শুনে খেললেও পরবর্তীতে দ্রুত রান স্কোরবোর্ডে যোগ করেন প্রিথভি। দুজন মিলে ১৬.২ দুই ওভারে দলকে ১০০ রানের পুঁজিও এনে দেন।



promotional_ad

কিন্তু দলীয় ১০২ রানের মাথায় কাজী অনিকের দুর্দান্ত ডিলেভারিতে বোল্ড আউট হয়ে বিদায় নেন অধিনায়ক প্রিথভি।তার ব্যাট থেকে আসে ৪০ রান। অধিনায়কের বিদায়ে চার নম্বরে নেনে গিলের সঙ্গে দলের হাল ধরেন হারভিক দেসাই।


কিন্তু দলীয় ১৭৬ রানের সমম্য নায়েমের শিকার হয়ে ফেরেন তিনি। এর খানিক পর উইকেটে থিতু হয়ে খেলতে থাকা শুভম্যান গিলকেও ৮৬ রানে বিদায় করেন টাইগার বোলাররা। গিলের বিদায়ে রানের গতি কমে যায় টিম ইন্ডিয়ার।


এরপর অবশ্য দলকে ২০০ রানের পুঁজি এনে দিয়ে সাজঘরে ফিরেছেন রিয়ান পারাগ। তাকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন অনিক। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ৪৪ ওভারে ৫ উইকেটে ২২২ রান। 



ভারত একাদশঃ  প্রিথভি শহ (অধিনায়ক), মনজোত কালরা, শুভম্যান গিল, হরবিক দেশাই, রিয়ান পারাগ, অভিষেক শর্মা, কমলেশ নাগর্ক আরিয়ান জুয়াল, শিবম গিল, শিভা সিং, ইশান পোরল


বাংলাদেশ একাদশঃমোহাম্মদ নাঈম, পিনক ঘোষ, সাইফ হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, আমিনুল ইসলাম,মাহিদুল ইসলাম অঙ্কন,  নাঈম হাসান, কাজী অনিক, হাসান মাহমুদ, রবিউল হক




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball