টাইগার বধের মূল অস্ত্র সুরঙ্গা লাকমল

ছবি:

বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাজেভাবে হেরেছে টাইগাররা। লঙ্কান বোলিং লাইনআপের সামনে এদিনে তাসের ঘরের মতো ভেঙ্গে পরে টাইগারদের ব্যাটিং লাইনআপ।
মাত্র ৮২ রানেই অলআউট হয়ে যায় তারা। দলের হয়ে এদিনে দুই অঙ্কের রান করতে পেরেছে কেবল দুইজন ব্যাটসম্যান। এর মধ্যে ২৬ রান করেছেন মুশফিকুর রহিম।

১০ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে। আগের তিন ম্যাচে ঈর্ষা জাগানো পারফর্মেন্স করা তামিম ইকবাল এবং সাকিব আল হাসানও নির্বিষ ছিলেন এদিনে।
আর টাইগারদের বধ করায় লঙ্কানদের মূল হাতিয়ার ছিলেন লঙ্কান পেসার সুরঙ্গা লাকমল। শুরুতেই ওপেনার এনামুল হক বিজয় এবং তামিম ইকবালকে ড্রেসিং রুমের পথ দেখান তিনি।
এরপরে মাহমুদুল্লাহর উইকেটটিও নেন তিনি। সব মিলিয়ে মোট সাত ওভার করে একটি মেডেনসহ ২১ রান দিয়ে তিনটি উইকেট শিকার করে নেন তিনি। মূলত তার স্পিন বিষেই শুরু থেকে নীলাভ হতে থাকে টাইগারদের ব্যাটিং লাইনআপ। মূলত এদিনের সেরা ক্রিকেটার ছিলেন লাকমলই!