সাইফের নেতৃত্বগুণে মুগ্ধ রাইট

ছবি:

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টাইগারদের অধিনায়ক সাইফ হাসানের অধিনায়কত্বে মুগ্ধ দলের কোচ ডেমিয়েন রাইট এবং সাইফ হাসানের সতীর্থ আফিফ হোসেইন ধ্রুব।
সম্প্রতি আইসিসির ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় ডেমিয়েন রাইট এবং আফিফ হোসেইনকে এমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। কোচ ডেমিয়েন রাইট জানান,
"অধিনায়ক হিসেবে সে যথেষ্ট পরিণত। মাঠে এবং মাঠের বাইরে সে সত্যিই চমৎকার। সবাই তার কথা শোনে। তার মতো একজন অধিনায়ক পাওয়া সত্যিই ভাগ্যের।"

সহ অধিনায়ক আফিফের ভাষায়, "সে খুবই ভালো একজন দলনেতা। এজন্য সবাই তার কথা শোনে; এমনকি খুবই মনোযোগ সহকারে শোনে। আর এটাই দলকে ফলাফল এনে দিতে সাহায্য করে।"
একই ভিডিওতে নিজের খেলার ধরণ নিয়ে কথা বলতে দেখা গিয়েছে আফিফকে। একইসঙ্গে বিশ্ব মঞ্চে ক্ষুদে টাইগারদের প্রতিনিধিত্ব করায় গর্ববোধ করেছেন তিনি। "উইকেটে যখনই যাই আমি চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার।
"অনেক বেশি ভালো কিভাবে খেলবো সেই প্রচেষ্টাই থাকে সবসময়। ম্যাচের অবস্থা যাই হোক, আমি চেষ্টা করি ইতিবাচক থাকার?? এটাই আমাকে ভালো করতে সাহায্য করে। আমরা আমাদের পতাকা সারা বিশ্বের কাছে তুলে ধরছি, আমরা এজন্য খুব গর্বিত।"