অবশেষে নিউজিল্যান্ডে জিতল পাকিস্তান

ছবি:

অবশেষে খোলস থেকে বের হল পাকিস্তানি ব্যাটসম্যানরা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর প্রথম টি-টুয়েন্টিতে হারের পেছনে পাক ব্যাটসম্যানদের নড়বড়ে ব্যাটিং ছিল বড় কারন।
অবশেষে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে স্বাধীনচেতা ব্যাটিং করে জয়ের মুখ দেখল পাকিস্তান। একই সাথে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের উত্তেজনা বাঁচিয়ে রাখলো সরফরাজের দল।
পাকিস্তানের দেয়া ২০২ রানের বড় স্কোর তাড়া করতে নেমে ১৯তম ওভারে ১৫৩ রানে অল আউট হয় নিউজিল্যান্ড। রান রেটের চাপে থাকা কিউইরা দ্রুত রানের খোঁজে পাক পেসারদের উইকেট বিলিয়ে দিয়ে আসে।

২৬ রান করা মারটিন গাপটিল ছাড়া টপ অর্ডারের কেউই পাক বোলারদের মনে ভয় ধরাতে পারেনি। প্রথম দশ ওভারেই উপরের সারির ছয় ব্যাটসম্যানকে হারিয়ে বসে কিউইরা। শেষের দিকে সেন্টনার ও হুইলার ত্রিশ ঊর্ধ্ব ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমায়।
মোহাম্মদ আমির দুটি ও ফাহিম আশরাফ তিনটি উইকেট শিকার করেন। এছাড়া লেগ স্পিনার সাদাব খান দুই উইকেট নেন। এর আগে ইডেন পার্কে আগে ব্যাট করে টপ অর্ডার ব্যাটসম্যানদের ভয়ডরহীন ব্যাটিং পাকিস্তানকে ২০১ রানের বড় পুঁজি এনে দেয়।
ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম ও কাপ্তান সরফরাজ চল্লিশ ছাড়ানো স্কোর গড়েন। ওপেনার শেহজাদ কিছুটা দেখেশুনে খেললেও বাকীরা খেলেছেন ১৭০ স্ট্রাইক রেটে। এদের মধ্যে ফখর ও বাবর ফিফটির দেখা পান। নিউজিল্যান্ডের হয়ে রেঞ্চ, হুইলার ও ডি গ্র্যান্ডহম উইকেটের দেখা পান।
নিউজিল্যান্ডঃ মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্রুস, গ্লেন ফিলিপ্স (কিপার), কলিন ডে গ্র্যান্ডহম, মিচেল সেন্টনার, বেন হুইলার, ইশ সোদি, স্যাথ র্যাঞ্চ, ট্রেন্ট বোল্ট।
পাকিস্তানঃ ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক), উমর আমিন, হরিস সোহেল, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, রুমমান রাইস।