promotional_ad

দিবারাত্রির ম্যাচ দিনেই শেষ

promotional_ad

দিবারাত্রির ম্যাচটি দিনের আলোতেই শেষ হল। ৩৫.৫ ওভারেই ফয়সালা হলো ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচের ভাগ্য। বল হাতে লজ্জা দেয়ার পর ব্যাট হাতেও টাইগারদের লঙ্কান লজ্জা দেয় চান্দিমালের দল। বাংলাদেশের দেয়া ৮৩ রান তুলতে মাত্র ১২ ওভার খরচা করে দুই লঙ্কান ওপেনার। 


উড়ন্ত বাংলাদেশকে মাটিতে নামিয়ে এনে ফাইনালে জায়গা করে নিল শ্রীলঙ্কানরা।তবে  বোলিং বান্ধব পিচে টস জিতে ব্যাট করা বাংলাদেশের কাছে এমন ব্যাটিং আশা করেনি কেউই। ত্রিদেশীয় সিরিজে প্রথমবারের মত ব্যর্থ সাকিব-তামিমের পর বাংলাদেশকে চেনাই গেল না। প্রথম তিন ম্যাচে বোনাস পয়েন্ট সহ জয় তুলে নেয়া বাংলাদেশই অল আউট হয়েছে মাত্র ৮২ রানে।


এক মুশফিক ও সাব্বির ছাড়া দলের কেউই দুই অংকের ঘরে পৌছাতে পারলো না। লঙ্কান পেসারের শর্ট বল থিউরি আর চায়নাম্যান সান্দাকানের স্পিন বিষের বিপক্ষে এক অচেনা বাংলাদেশকে দেখল মিরপুরের দর্শকরা। টপ অর্ডারে বিজয়, সাকিব ও তামিমের বিদায়ের পর রিয়াদদের চোখের পলকে সাজঘরে ফেরান সুরঙ্গা লাকমল।


সাকিব রান আউট হলেও বাকী ব্যাটসম্যানরা নিজেদের শট নির্বাচন নিয়ে সন্তুষ্ট থাকার কথা না। মুশফিক একা লড়াই করে গেলেও তাকে সঙ্গ দেয়ার কেউই ছিল না। সাব্বির, নাসিররা উইকেট বিলিয়ে আসার পর সতীর্থদের পথে হাটেন 'দেয়াল' মুশফিকও। চোখের পলকে বাংলাদেশের মিডেল অর্ডার ভাঙ্গেন দুই পেসার পেরেরা ও চামিরা।



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা রান করলেও লঙ্কান চায়নাম্যান সান্দাকান সেটা হতে দেন নি। মাত্র চার বোলার ব্যবহার করে বাংলাদেশকে ২৪তম ওভারেই অল আউট করে লঙ্কানরা। শুরুতে লাকমলের তিন উইকেটের পর চামারা, পেরেরার দুই উইকেটের সাথে সান্দাকানের দুই উইকেট বাংলাদেশকে লজ্জাজনক স্কোরে বেঁধে রাখতে সক্ষম হয় লঙ্কানরা।


বাংলাদেশ একাদশ-


তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।


শ্রীলঙ্কা একাদশ- 



উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, লক্ষ্মণ সান্দাকান, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball