promotional_ad

বাংলাদেশকে নিয়ে সতর্ক দ্রাবিড় অ্যান্ড কোং

promotional_ad

যুব বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেয়ার লক্ষ্যে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।


বাংলাদেশকে হারালেই সেমিফাইনালের টিকিট পাবে টিম ইন্ডিয়া। আর সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান। গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ভারত।


তাদের মূল লক্ষ্য শিরোপা। শিরোপা ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করছেনা রাহুল দ্রাবিড় এবং তার শিষ্যরা। আর তাই শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের ভালোভাবেই ঝালাই করে নিচ্ছে প্রিথভি শো'রা।



promotional_ad

এর আগে যুব বিশ্বকাপের আগে মালয়েশিয়াতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছিলো ভারত। আর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানালেন বাংলাদেশকে মোটেও হালকা ভাবে নিচ্ছেননা তারা। তিনি বলেন,


'আমরা এশিয়া কাপে তাদের কাছে হেরেছি, কিন্তু সেটা নিয়ে এখন আর ভাবছিনা। আমরা অজ্ঞ যে বাংলাদেশ ভালো দল, তাদেরকে ছোট করে দেখছিনা। মূল লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে ভালো খেলা। সপ্তাহখানেক বিশ্রাম পেয়েছি আমরা।'


দ্রাবিড় আরো বলেন, 'এটি আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ, খেলোয়াড়দের মনঃসংযোগ ঠিক রাখা। দীর্ঘ বিরতির পর খেলোয়াড়রা সবাই খুব নিরুদ্বেগ আছে। বেশী উৎসাহিত হতে চাইনা, ভালো খেলাই মূল লক্ষ্য আমাদের।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball