promotional_ad

কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

promotional_ad

ভাগ্য সহায় হলো না এনামুল হক বিজয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশকে ভালো সূচনা এনে দিতে ব্যর্থ হলেন তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হলো তাকে। 


তৃতীয় ওভারে লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমলের অফ স্ট্যাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করে বোল্ড হন বিজয়। দলের স্কোর তখন ৫ রান। দ্রুত উইকেট পতনের চাপ গায়ে মাখেননি তিন নম্বরে নামা সাকিব।


ক্রিজে এসেই পরপর দুই বাউন্ডারিতে ভালো সূচনার ইঙ্গিত দেন তিনি। তবে ভাগ্য সহায় হলো সাকিবের। পঞ্চম ওভারে লাকমলের বলে ফরওয়ার্ড ডিফেন্স করে দ্রুত রান নেয়ার চেস্টা করেন তামিম।


কিন্তু বোঝাপড়ার অভাবে অন্যপ্রান্তে থাকা সাকিব রান আউট হয়ে সাজঘরে ফিরে যান। সাকিবের রান আউটের পর বাংলাদেশকে মাটিতে নামিয়ে আনেন লাকমল। একই ওভারে লেন্থ থেকে লাফিয়ে ওঠা বলে তামিমকে ব্যাকওয়ার্ড পয়েন্টের দুর্দান্ত ক্যাচে পরিনত করেন লাকমল।


অবিশ্বাস্য ফর্মে থাকা তামিম ৫ রান যোগ করেই সাজঘরে ফিরে যান। স্কোরবোর্ডে ২১ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসা বাংলাদেশকে ত্রিদেশীয় সিরিজে ভিন্ন অভিজ্ঞতার মুখে ফেলে লঙ্কান পেস ব্যাটারি।



promotional_ad

প্রথমবারের মত টাইগার টপ অর্ডারে ব্যাটিং ধ্বস ঘটিয়ে উড়ছিল শ্রীলঙ্কানরা। চাপের মুখে মাহমুদুল্লাহ ও মুশফিক লড়াই করার আভাস দিচ্ছিল। জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করে এই দুই অভিজ্ঞ। কিন্তু ব্যাটিং পাওয়ারপ্লের শেষ ওভারে এসে বড় মনোযোগ হারায় মাহমুদুল্লাহ।


লাকমলের বাউন্সারে পুল করতে গিয়ে থার্ড ম্যানের হাতে সহজ ক্যাচ তোলেন তিনি। ২০ বল খরচায় ৭ রান যোগ করে দলীয় ৩৪ রানে আউট হন তিনি। একে একে সাকিব, তামিম ও রিয়াদের মত ব্যাটিং স্তম্ভর বিদায়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ। 




বাংলাদেশ একাদশ-


তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।



শ্রীলঙ্কা একাদশ- 


উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দীনেশ চান্ডিমাল (অধিনায়ক), আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমল, লক্ষ্মণ সান্দাকান, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball