এখনও ফাইনালের স্বপ্ন জিইয়ে আছে জিম্বাবুয়ের!

promotional_ad

গত ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার পথ অনেকটা মসৃণ হয়ে যেতো গ্রায়াম ক্রিমারের দল জিম্বাবুয়ের।


তবে সিরিজের সবথেকে ফেভারিট দল বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া যে খুব একটা সহজ নয় সেটি হয়তো বুঝতে পারেনি জিম্বাবুইয়ানরা। আর সেই কারণে মঙ্গলবারের ম্যাচটিতে টাইগারদের মাত্র ২১৬ রানে বেঁধে ফেলেই জয়ের স্বপ্ন দেখা শুরু করেছিলো তারা। 


কিন্তু নিজেদের মাটিতে মাশরাফি বাহিনীর বোলিং আক্রমণ যে কতটা শক্তিশালী তার চাক্ষুষ প্রমাণ এবার পেলো জিম্বাবুয়ে। ২১৭ রানের মামুলি লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১২৫ রানেই গুঁটিয়ে গিয়েছিলো তারা।


promotional_ad

এর ফলে ৯১ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় মাশরাফির দল। অবশ্য এই পরাজয়ের পরও সিরিজের ফাইনালে যাওয়ার স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়নি জিম্বাবুয়ের। যদিও ফাইনালে যেতে হলে তাদেরকে নির্ভর করতে হবে বাংলাদেশের ওপরেই।


বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। সেই ম্যাচে মাশরাফির দলের কাছে লঙ্কানরা বড় ব্যবধানে পরাজিত হলে ফাইনালে যাওয়ার সুযোগ সৃষ্টি হবে জিম্বাবুয়ের সামনে। সেক্ষেত্রে হিসেব হবে রান রেটের। 


শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা পরাজিত হলে দুই দলেরই সমান ৪ পয়েন্ট হবে। আর তখনই আসবে রান রেটের ব্যাপার। এখন পর্যন্ত রান রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে আছে জিম্বাবুইয়ানরা। বর্তমানে তাদের নেট রান রেট -১.০৮৭। 


অপরদিকে লঙ্কানদের রান রেট -০.৯৮৯। বাংলাদেশের কাছে বাজেভাবে যদি তারা হেরে যায় তাহলে জিম্বাবুয়ের থেকেও রান রেট কমে যেতে পারে লঙ্কানদের।


সেক্ষেত্রে লঙ্কানদের সমান জয় নিয়ে ফাইনালে বাংলাদেশের সাথে লড়াই করবে ক্রিমারের দল। তবে এর সবকিছুই নির্ভর করছে বৃহস্পতিবারের ম্যাচটির ওপর। এই ম্যাচে শেষ পর্যন্ত কারা জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় সেটি সময়ই বলে দিবে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball