promotional_ad

আরো একবার বাঘের গর্জন শোনার অপেক্ষায় শেরে বাংলা

promotional_ad

ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনেক আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলের। এখন শুধু লক্ষ্য অপরাজিত থেকেই সিরিজে চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যের পরবর্তী ধাপে বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। 


মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিতব্য এই ম্যাচে যে বাংলাদেশই ফেভারিট তা বলার অপেক্ষা রাখে না। তার ওপর গত ম্যাচেই জিম্বাবুয়েকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে মাশরাফির দল। 


তবে লঙ্কানদের বিপক্ষে এবার জয় পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটি বলাই বাহুল্য। কেননা দেরিতে হলেও নিজেদের সর্বশেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে অনেকটাই ফিরে এসেছে শ্রীলঙ্কা।


বৃহস্পতিবারের ম্যাচটিতে জয় পেলে তারা যে সরাসরি ফাইনালে চলে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ম্যাচটিতে হেরে গেলে তখন নেট রান রেটের ভিত্তিতে সিরিজের ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। এমনটা নিশ্চয়ই চাইবে না হাথুরুসিংহের দল।


আর তাই মাশরাফিদের হারানোর জন্য মরিয়া হয়েই মাঠে নামবে তারা নিঃসন্দেহে। অপরদিকে আরো একবার নিজেদের সামর্থ্য চেনানোর লক্ষ্য নিয়ে খেলবে টাইগার বাহিনী। তবে আরো একবার বাঘের গর্জনে কেঁপে উঠবে কিনা মিরপুরের মাটি সেটি সময়ই বলে দিবে। 


মুখোমুখি লড়াই- 


এখন পর্যন্ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪২ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ৪২তম ম্যাচটি ছিলো চলমান ত্রিদেশীয় সিরিজেই। সেই ম্যাচটিতে জয় সহ লঙ্কানদের বিপক্ষে টাইগাররা মোট ৬ ম্যাচে জয়ী হয়েছে। বাদবাকি ৩৪ ম্যাচেই জয় পেয়েছে লঙ্কানরা। আর দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।


তবে এই ৩৪ ম্যাচের সবকয়টিই এসেছে লঙ্কানদের স্বর্ণযুগে। সেই শ্রীলঙ্কা দলের সাথে বর্তমানের দলটির আকাশ পাতাল ফারাকই বলা যায়। বর্তমানের এই দলটি এখন নিজেদের হারিয়ে খুঁজছে বেশ কয়েকদিন আগে থেকেই। গত ভারত সফরেও নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছিলো তারা।



promotional_ad

শুধু তাই নয়, ভারত সফরের আগে 'ক্ষুদে' জিম্বাবুয়ের বিপক্ষেও ওয়ানডে সিরিজে হেরেছিলো লঙ্কানরা। সেই ব্যর্থতার ধারাবাহিকতা চলমান ত্রিদেশীয় সিরিজেও বজায় রেখেছে দ্বীপ দেশটি।


নিজেদের প্রথম ম্যাচে আবারো সেই জিম্বাবুয়ের কাছে হারতে হয়েছে তাদের। সুতরাং সিরিজের ফেবারিট দল বাংলাদেশের বিপক্ষে জয় পেতে হলে নিজেদের সেরাটা দিয়েই যে লড়াই করতে হবে লঙ্কানদের তা আর বলার অপেক্ষা রাখে না। অপরদিকে া


 ভেন্যুঃ মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম।


পিচ ও আবহাওয়াঃ আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গেছে বৃহস্পতিবারের ম্যাচের দিন আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে। কুয়াশাও খুব একটা থাকবে না বলে ধারণা করা যাচ্ছে। আর এরূপ কন্ডিশনে স্পিনিং অথবা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটই হওয়ার সম্ভাবনা আছে এই ম্যাচে।  


নজর থাকবে যাদের উপরঃ


তামিম ইকবালঃ এখন পর্যন্ত চলতি সিরিজে টানা তিন ম্যাচে অর্ধশতক হাঁকিয়েছেন টাইগার ওপেনার তামিম। প্রথম দুই ম্যাচেই ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলার পর গত ম্যাচে ৭৬ রান করেন এই ওপেনার। 


বর্তমানে ৩ ম্যাচে ১২২ গড়ে ২৪৪ রান সংগ্রহ করেছেন তামিম। প্রথম তিন ম্যাচে সেঞ্চুরি মিস করা তামিম লঙ্কানদের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে তামিমের লক্ষ্য থাকবে ইনিংস আরো বড় করার। আর বাংলাদেশ দলও অপেক্ষায় থাকবে তামিমের বদৌলতে একটি ভালো সূচনা পাওয়ার জন্য।  


থিসারা পেরেরাঃ বেশ কিছুদিন থেকেই ব্যাট এবং বল হাতে ভালো ফর্মে আছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে লঙ্কানরা হেরে গেলেও ব্যাট হাতে অনেকটা একাই দলকে জয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন পেরেরা। 



মাত্র ৩৭ বলে ৬৪ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। এরপরের দুই ম্যাচে যথাক্রমে ২৯ এবং ৩৯ রান করেছিলেন এই লঙ্কান অলরাউন্ডার। শুধু ব্যাট হাতেই নয় বল হাতেও দারুণ পারফর্ম করেছেন তিনি। তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি এখন পর্যন্ত পেরেরা। 


একাদশের আদ্যোপান্তঃ 


বৃহস্পতিবারের ম্যাচে একাদশে একজন স্পিনার কমিয়ে বাড়তি পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলের। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। 


অন্যদিকে শ্রীলংকা দলেও একটি পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন সময় সাইড স্ট্রেনে আঘাত পেয়ে ছিটকে পরতে হয়েছে ওপেনার কুশল পেরেরা। তাঁর পরিবর্তে লঙ্কান দলে জায়গা হয়েছে ধনঞ্জয়া ডি সিলভার।


বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)- তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।


শ্রীলংকা একাদশ (সম্ভাব্য)- দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকওয়েলা, সুরঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball