promotional_ad

সানজামুলের জোড়া আঘাত

promotional_ad

২১৭ রানের পুঁজি ডিফেন্ড করতে হলে শুরুতে উইকেট দরকার ছিল বাংলাদেশের। কাজটা করলেন অধিনায়ক মাশরাফিই। ইনিংসের চতুর্থ ওভারে ভয়ঙ্কর মাসাকাদজাকে স্লিপে থাকা সাব্বিরের ক্যাচে পরিনত করে পথ দেখালেন তিনি।


১৫ বল খেলে ৫ রান করে অফ স্ট্যাম্পের বাইরের বলে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে সাজঘরের পথ ধরেন অভিজ্ঞ মাসাকাদজা। দলের স্কোর তখন ১৪ রান। দ্বিতীয় উইকেটের জন্য বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি টাইগারদের।


সপ্তম ওভারে সাকিবের নিরীহ ডেলিভারি বাউন্ডারিতে আঁচড়ে ফেলতে গিয়ে সরাসরি বোল্ড হন আরেক ওপেনার সলোমন মিরে। ঠিক পরের বলে আর্ম বলে ব্যাকফুট থেকে খেলতে গিয়ে লেগ বিফড়ের ফাঁদে পড়েন আরেক অভিজ্ঞ ব্রেন্ডন টেইলর।


ওভারের শেষ দুই বলে পরপর দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান সাকিব। হ্যাট্রিক না হলেও জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারে চতুর্থ আঘাত হানতে বেশি সময় নেয় নি মাশরাফি।


আরভিনকে গুড লেন্থ থেকে বের হয়ে যাওয়া বলে স্লিপে সতর্ক সাব্বিরের ক্যাচে পরিনত করেন টাইগার অধিনায়ক। টানা উইকেট পতনে জিম্বাবুয়ের কাজ কঠিন করে তোলে বাংলাদেশের দুই ওপেনিং বোলার। 



promotional_ad

তবে সদ্য ক্রিজে আসা ইনফর্ম সিকান্দার রাজা প্রতি আক্রমনে রান তোলার সিদ্ধান্ত নেন। সাকিবকে স্টেপ আউট করে বাউন্ডারিতে পাঠানোর পর মাশরাফিকে পুল করে মিড উইকেট বাউন্ডারি ছাড়া করেন তিনি। 


মূলত তার আগ্রাসী ব্যাটিং জিম্বাবুয়ের স্কোর অর্ধ শত ছাড়াতে সাহায্য করে। তবে লাগাম টেনে ধরেন মুস্তাফিজ। নতুন স্পেলে টানা তিন ওভার বল করে একটি রানও খরচা করেননি তিনি। 


অন্যপ্রান্তের মিতব্যয়ী বোলিংয়ের ফল পায় সানজামুল। ২৩তম ওভারে ৪২ বল খেলে ১৪ রানের ধির গতির ইনিংস খেলে লেগ বিফরের ফাঁদে পড়েন পিটার মুর। ঠিক পরের বলেই জিম্বাবুয়ের আরেক স্বীকৃত ব্যাটসম্যান ম্যালকম ওয়েলারকে ফেরান তিনি।


প্যাডেল সুইপ করতে গিয়ে উইকেটের সামনে ধরা পড়েন ওয়ালার। পর পর দুই উইকেটে হ্যাট্রিকের সুযোগ সৃষ্টি করেন সানজামুল।





বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 


জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, পিটার মুর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেইলর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, ব্লেসিং মুজারাব্বানি, তেন্দাই চাতারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball