promotional_ad

নেতৃত্ব বদলে কলকাঠি নেড়েছিলেন হাথুরুসিংহে?

promotional_ad

গেলো বছরে খুবই বাজে সময় কেটেছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের। একের পর এক ম্যাচ হারে বিপর্যস্ত ছিল তারা। এই কারণে নেতৃত্বেও পরিবর্তন এসেছে বেশ কয়েকবার।




শেষবার ভারত সিরিজের আগে অধিনায়কত্ব দেওয়া হয়েছিলো দলের অলরাউন্ডার থিসারা পেরেরাকে। তাতেও ভাগ্য বদলায়নি তাদের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটিতে ২-১ ব্যবধানে হারে শ্রীলঙ্কা।




তবে মাত্র এক সিরিজ পরেই পেরেরার অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়। এরপরে নতুন অধিনায়ক বানানো হয় দলের 'সাবেক' অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে।





promotional_ad

তবে এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি লঙ্কান মিডিয়ার একাংশ। তাদের যুক্তি, পেরেরাকে যথেষ্ট সময় না দিয়ে তার প্রতি অবিচার করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এজন্য তারা গানপয়েন্টে রেখেছিলো তাদের নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহেকেই।  




তাদের মতে, হাথুরুসিংহের ইচ্ছাতেই লঙ্কান দলের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে থিসারা পেরেরার কাছ থেকে। রবিবার সাংবাদিকদের সামনে বিষয়টি খোলাসা করেন দ্বিতীয় মেয়াদে দলের অধিনায়কত্ব পাওয়া ম্যাথিউস।




ত্রিদেশীয় সিরিজ শুরুর আগের দিনে সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, "দুটি মিলিয়েই আসলে। কোচ আমার সঙ্গে কথা বলেছেন। শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট ও নির্বাচকেরাও বলেছেন। 





"আমরা সবাই মিলেই সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি। নেতৃত্বে ফিরে আমি খুশি। অবশ্যই প্রত্যশা করিনি। কিন্তু ফিরে ও চ্যালেঞ্জ নিতে পেরে আমি খুশি। তাকিয়ে আছি সামনে।"




চন্দিকা হাথুরুসিংহের পাশাপাশি বোর্ডকেও কৃতজ্ঞতা জানানো ম্যাথিউস অবশ্য থিসারা পেরেরাকে নিয়ে ওঠা কোলাহলের পাশ কাটিয়ে গেলেন। পেরেরার প্রতি অবিচার হয়েছে কিনা জানতে চাইলে ম্যাথিউসের জবাব, "নির্বাচকদের জিজ্ঞেস করতে হবে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball