promotional_ad

পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ

promotional_ad

মাত্র কয়েকদিন আগেই আগমন ঘটলো নতুন বছর ২০১৮ সালের। আর নতুন বছর শুরু হতে না হতেই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটের ব্যস্ত সূচি শুরু করতে যাচ্ছে টাইগাররা। 


নতুন বছরের শুরুতেই এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অবশ্য যথেষ্ট প্রস্তুত বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের নবনিযুক্ত টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সোমবার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির বাংলাদেশ। আর সেই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে সুজন জানিয়েছেন এই সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই খেলবেন তারা। তিনি বলেন,   


'নতুন একটা বছর, নতুন একটা সিরিজ আমাদের জন্য। আর আমরা তো ভালো করার জন্যই কদিন অনুশীলন করলাম।   আমরা মনে করি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য প্রস্তুত। এই টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হতে চাই।'


দলের প্রস্তুতি নিয়েও কথা বলেছেন সুজন। যেসব ক্ষেত্রে ক্রিকেটারদের সমস্যা ছিলো সেগুলো নিয়ে যথেষ্ট কাজ করেছেন তারা। বিশেষ করে বোলিং, স্ট্রেন্থ এবং কন্ডিশন নিয়েই বেশি কাজ করা হয়েছে বলে জানিয়েছেন টাইগারদের এই টেকনিক্যাল ডিরেক্টর। তিনি বলেন,



promotional_ad

'আমরা স্পেসিফিক কিছু কাজের প্রতি  নজর দিয়েছিলাম। আমরা বেশ ভালো প্রস্তুত। যে সব বিষয় নিয়ে কনসার্ন ছিল আমরা সেগুলো নিয়ে কাজ করতে পেরেছি। ছেলেরাও সব কিছুতে সমর্থন করেছে, সবাই একাগ্র। আমরা যা করতে চেয়েছি, সেটা পেরেছি। যদিও প্রথম সপ্তাহটা আমাদের স্ট্রেন্থ ও কন্ডিশনের উপরে ছিল।'


তিনি আরও বলেন, 'পেস বোলার নিয়েও কাজ করেছি। যেটা আমাদের কনসার্ন ছিল নতুন বলের বোলিংটা। উইকেট নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ যেকোন ফরম্যাটে। বোলারদের সঙ্গে কাজ করে চেষ্টা করেছি যত টাইট আমরা রাখতে পারি লাইন এন্ড লেন্থ।'


পেসারদের কাছ থেকে বাড়তি কিছু পাওয়ার আশা করছেন কিনা এই প্রশ্নের জবাবে সুজন জানিয়েছেন বাংলাদেশ মূলত স্পিন নির্ভর দেশ হলেও পেসারদের থেকেও ভালো কিছু আশা করছেন তিনি। পেস বোলারদের দলের চালিকা শক্তি আখ্যা দিয়ে সুজনের ভাষ্য, 


'স্পিন আমাদের শক্তির জায়গা। সেইসাথে পেস বোলাররা আমাদের জন্য চালিকা শক্তি। আমরা তো পাঁচজন স্পিনার নিয়ে খেলতে পারব না নিশ্চয়ই। তো পেস বোলিংটা অনেক গুরুত্বপূর্ন। পেস বোলিংয়ে আমাদের বৈচিত্র্য আছে।'


এক্ষেত্রে টাইগার অধিনায়ক মাশরাফির ওপর অগাধ ভরসা রাখছেন সুজন। ধারাবাহিকভাবে এর আগে পেসাররা ভালো করতে না পারলেও ধীরে ধীরে এই অবস্থা কাটিয়ে উঠতে পারবে টাইগাররা জানিয়ে সুজন বলছিলেন,  



'অভিজ্ঞ মাশরাফি লিড দিবে। যারা আছে সবাই ভিন্নরকমের বোলার। পেস বোলারদের থেকে আমাদের চাওয়ার আছে আসলে। হয়তবা ছোট ছোট জায়গায় ভাল করেছি। কিন্তু ধারাবাহিকতার জায়গায় যদি বলেন ফাস্ট বোলাররা ভাল করেনি।'


ত্রিদেশীয় সিরিজের লড়াইয়ে নামার আগে বেশ ভালোই প্রস্তুতি নিয়েছেন দলের ক্রিকেটাররা। ঠিক কোন বিষয় নিয়ে কাজ করা হয়েছে এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে টেকনিক্যাল ডিরেক্টর সুজন জানালেন বোলিং ভেরিয়েশন ছাড়াও, স্লোয়ার, বাউন্সার নিয়েও কাজ করা হয়েছে। সুজনের ভাষ্যমতে,


'কাজগুলো ছিলো বেশির ভাগই টেকনিক্যাল। ভেরিয়েশনের ব্যাপার ছিল, স্লোয়ার, বাউন্সার সব কিছু নিয়েই কাজ করেছি। দুএকজন বোলারের স্যুয়িং নিয়ে কাজ করেছি। হয়তোবা কাজটা আরও আগে থেকে করতে পারলে আরও ভাল হত। স্কিল তো সবার আছে, কিন্তু পরিস্থিতিতে কে কতটা কাজ কর??ে পারে ওটা কিন্তু গুরুত্বপূর্ণ। কন্ডিশন যেহেতু একটু ডিফিকাল্ট। কুয়াশা পড়ছে, রাতের বল একটু কঠিন হয়। ওই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। স্বাভাবিক যে লেন্থে বল করি সকালে একরকম, সন্ধ্যায় আরেকরকম করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball