promotional_ad

মাশরাফির বাজির ঘোড়া পেসাররাই

promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে চার পেসার নিয়ে মাঠে নামার জোর সম্ভাবনা আছে বাংলাদেশ দলের। মূলত উইকেট এবং কন্ডিশনের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট বলে জানা গেছে। ।


রবিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও আভাস দিয়েছেন চার পেসার নিয়ে খেলার। পাশাপাশি পেসারদের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি। পেসারদের সাফল্যের ওপরই দলগত সাফল্য নির্ভর করে উল্লেখ করে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 


'দেখেন যদি পেস বোলারদের কথা বলেন। চারজন নিয়ে খেলে সফল হয়েছি। এরপর তিন পেসারের কম নিয়ে খেলিনি। আমাদের পেস বোলারদের উপর সব সময় একটা আস্থা আমরা রেখেছি। হয়তোবা অনেক সময় আমরা পেসাররা ডেলিভার করতে পারিনি। আবার যখন ডেলিভার করতে পেরেছি সেই ম্যাচগুলো কিন্তু আমরা জিতেছি। আবার যখন পারিনি আমাদের কারণেও ম্যাচ হেরেছি।'


পেসারদের প্রতি সর্বদা আস্থা থাকার পরেও সেভাবে ধারাবাহিকভাবে নিজেদের সেরাটা দিতে পারেননি তারা বলে মন্তব্য মাশরাফির। তবে দ্রুতই পারফর্মেন্সর ধারাবাহিকতা ফিরিয়ে আনতে পারবেন দলের পেসাররা বলে বিশ্বাস টাইগার অধিনায়ক। তাঁর ভাষ্যমতে, 


'আস্থা সব সময় ছিল কিন্তু ধারাবাহিকতা ছিল না। এখনও অবশ্যই আস্থা আছে। আশা করছি ধারাবাহিকতাও আগের মতো ফিরে আসবে। যেটা ২০১৫-২০১৬ সালে ম্যাক্সিমাম টাইমে ধারাবাহিকভাবে করছিলাম। একটা ব্যাডপ্যাচ যেতে পারে। নেতিবাচক কিছু চিন্তা না করে ইতিবাচক চিন্তা করেন….আপনি যদি একটু বড় করে তাকান… এই বছরই সব অ্যাওয়ে টুর্নামেন্ট।'



promotional_ad

২০১৯ বিশ্বকাপে পেসাররাই পার্থক্য গড়ে দিতে পারে। আর এই কারণে তাদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছিলেন 'ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক'। পাশাপাশি পেসারদেরকেও নিজেদের ধারাবাহিক ফর্ম ধরে রাখতে কাজ করতে বলেছেন তিনি। মাশরাফি বলেন, 


'বিশ্বকাপও যদি বেস করেন আমাদেরকে ইংল্যান্ডের মতো জায়গায় খেলতে হবে। সেখানে উইকেট আর ফ্ল্যাট হবে। সো এদেরকে কি রোল প্লে করতে হবে। আমি মনে করি তাদের উপর আস্থা রাখা জরুরী। এবং তাদেরকে শতভাগ ব্যাক করাও জরুরী।'


ত্রিদেশীয় সিরিজের লড়াইয়ে মাঠে নামার আগে মানসিক চাপে রয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি জানিয়েছেন অধিনায়ক হিসেবে কিছুটা চাপ থাকলেও ড্রেসিংরুমের বাকি ক্রিকেটাররা যথেষ্টই নির্ভার রয়েছেন। আর অন্যান্যদের নির্ভার দেখার ফলে নিজেকেও অনেকটা চাপমুক্ত বোধ হয় জানালেন মাশরাফি। তাঁর ভাষায়,  


'আসলে যেটা হয় কমফোর্ট জোনটা নিজের উপর নির্ভর করে। মানসিক চাপ সব সময় থাকে। এটা স্বাভাবিক। অধিনায়ক হিসেবে এটা থাকবে। এখনও সেটা আছে। নিজস্ব চিন্তা ভাবনা থাকবে যে ভিতরে কিভাবে অ্যাপ্লিকেশন করবো। আমার ওই জিনিসগুলো এখনও আছে। তবে ড্রেসিং রুম অনেকটাই নির্ভার। যে প্রেসারটা সব সময় ড্রেসিং রুমে থাকে সেই প্রেসারটা এখন ফিল করছি না।'




নড়াইল এক্সপ্রেস আরও বলেন, 'ড্রেসিং রুমে আমি যখন আমার খেলোয়াড়দের রিল্যাক্স দেখি কিংবা দেখব তখন অধিনায়ক হিসেবেও আমার রিল্যাক্স থাকতে সুবিধা হয়। অনেকটা রিল্যাক্স মনে হচ্ছে।'


তবে অনেক বেশি নির্ভার থাকার বিপক্ষে মাশরাফি। বললেন,  'আমি এটা চাই না যে ক্রিকেটাররা অনেক বেশি রিল্যাক্স থাকুক। বেশি রিল্যাক্স থাকলে….মাঠে নেমে কঠিন পরিস্থিতিতে হয় কি … অনেক সময় নার্ভারনেস থেকে সেরা পারফরম্যান্স বের হয়ে আসে। আমি আশা করব আমার মেইন জায়গাটা ঠিক থাকে। তারপর অন্য কিছু।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball