promotional_ad

হাথুরু ও স্ট্রিককে হুমকি মানছেন না নড়াইল এক্সপ্রেস

promotional_ad

দেশের হয়ে খেলতে নামলে প্রত্যেক ক্রিকেটারকেই চাপের মুখে থাকতে হয় বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর এই চাপ থাকার কারণেই নিজেদের সেরাটা ঢেলে দিতে পারেন সবাই ধারণা মাশরাফির।


ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগের দিন রবিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি জানিয়েছেন এমনটাই। টাইগার দলপতি বলেন, 


'আমার কাছে মনে হয় প্রত্যেকটা সিরিজ যায় আর তখন মনে হয় পরের সিরিজে প্রেসার কম থাকবে। আমার মনে হয় এটা হয় না। দেশের হয়ে খেলতে নামলে আপনি যার বিপক্ষেই খেলেন না কেন চাপ থাকবেই। প্রেসার অবশ্যই থাকবে। আমার কাছে মনে হয় এটা থাকাটাও গুরুত্বপূর্ন ভালো জিনিসও। সেরা পারফরম্যান্সটা প্রেসারে থাকা অবস্থাতেই বের হয়।'


বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলে যারা খেলছেন তাদের সকলেরই চাপ মাথায় নিয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বলে মনে করছেন মাশরাফি। ফেভারিট দল হিসেবে যে চাপ সেটিও জিম্বাবুয়ের বিপক্ষে সামলে উঠতে সক্ষম ক্রিকেটাররা জানিয়ে ম্যাশ বলছিলেন,   



promotional_ad

'আমার  মনে হয় এখন যেই প্রেসার আছে তার থেকে বেশি প্রেসার নিয়ে আমাদের ড্রেসিংরুমের ম্যাক্সিমাম খেলোয়াড় আগে খেলেছে। এবং কালকে থেকে যেটা আসবে সেটা হ্যান্ডেল করার মতো যথেস্ট সামর্থ্য আমাদের আছে। আগেই বললাম এক্সিকিউশন কেমন থাকবে…শেষ ট্যুরে আমরা যেটা চেয়েছি সেটা হয়নি। আমরা আশা করছি এই টুর্নামেন্টে সেটা এক্সিকিউশন করতে পারব।' 


কিছুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়েছেন লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলঙ্কা দলের দায়িত্ব নিয়ে এবার বাংলাদেশে এসেছেন তিনি। টাইগারদের দুর্বলতা সম্পর্কেও বেশ ভালো ধারণা আছে তাঁর।


শুধু চন্ডিকাই নন, জিম্বাবুয়ের বর্তমান কোচ হিথ স্ট্রিকও একটা সময় বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন। সুতরাং তিনিও টাইগারদের সম্পর্কে খুব ভালো করেই ওয়াকিবহাল। এই বিষয়টি স্বীকার করলেন মাশরাফি নিজেও। বললেন, 


'আমাদের পুরো দল সম্পর্কে তাদের ধারণা  থাকতে পারে। হিথ স্ট্রিক প্রায় দেড়-দুই বছর হলো বাংলাদেশ থেকে গিয়েছে। হাথুরুসিংহে রিসেন্টলি গিয়েছে। তার অ্যানালাইসিস কিছুটা হলেও ক্লোজ হতে পারে। সে আমাদের শেষ সিরিজেও ছিল।'



তবে হাথুরু কিংবা স্ট্রিককে নিয়ে না ভেবে বরং পরিকল্পনা মাফিক কাজ করার ক্ষেত্রেই বেশি জোর দিতে চান টাইগার দলপতি। নিজেদের পরিকল্পনার ৭০-৮০ ভাগ প্রয়োগ করতে পারলে কোনও সমস্যা হবে না বলে বিশ্বাস ম্যাশের। তাঁর ভাষায়,  


'ওদের (হাথুরু, স্ট্রিক) চিন্তা ভাবনা এবং ওরা কি পরিকল্পনা করতে পারে সেটা আমাদেরও সবাই জানে। আমাদেরকেও ওভাবে পরিকল্পনা করতে হবে। আমাদের পরিকল্পনার মিনিমাম ৭০-৮০ ভাগ মাঠে প্রয়োগ করতে পারি তাহলে আশা করি সমস্যা হবে না। আমাদের নজর এখন সেখানেই।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball