promotional_ad

ম্যাচের ভাগ্য নির্ধারক হতে পারেন যারা

promotional_ad

আজ বাদে কাল থেকে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লড়াই। আর এই সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়ার লক্ষ্য নিয়ে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের মুখোমুখি হবে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। 


দুপুর ১২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটিতে নিঃসন্দেহে ফেভারিট দল হিসেবেই খেলতে নামবে বাংলাদেশ। কেননা আইসিসি র‍্যাংকিংয়ের দিক থেকে তো বটেই, শক্তিমত্তাতেও জিম্বাবুইয়ানদের থেকে অনেকখানি এগিয়ে আছে টাইগাররা।


শুধু তাই নয়, হোম এডভান্টেজের দিক থেকেও সুবিধা পাচ্ছে বাংলাদেশ। দেশের মাটিতে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর দল সেটি ইতিমধ্যে হাড়ে হাড়ে টের পেয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তি ক্রিকেট দলগুলো। 


আর টাইগারদের এই সাফল্যের পেছনে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্মেন্স অনেকাংশে অবদান রেখেছে। সোমবারের ম্যাচটিতেও হয়তো কোনও টাইগার ক্রিকেটারের ব্যাটিং কিংবা বোলিং পারফর্মেন্সের কারণে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হবে বাংলাদেশ। আসুন জেনে নেয়া যাক ম্যাচের ভাগ্য পাল্টে দিতে সক্ষম সেই সম্ভাব্য ক্রিকেটাররা কারা- 


বাংলাদেশ দল--- 


সাকিব আল হাসান- বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণ ভোমরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট এবং বল হাতে সমানভাবে পারফর্ম করে আসছেন তিনি দীর্ঘদিন থেকে। ব্যাট হাতে এখন পর্যন্ত ১৮০টি ওয়ানডে ম্যাচে ৩৪.৭৯ গড়ে ৫০৮০ রান সংগ্রহ করেছেন সাকিব।


তামিম ইকবালের পর দেশের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব বল হাতেও দারুণ সফল। ৪.৪৪ ইকোনমি রেটে ১৮০ ম্যাচে তাঁর শিকার ২২৬টি। এতো গেলো সাকিবের সর্বোপরি পারফর্মেন্সের একটি খসড়া হিসাব। এবার আসা যাক জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর ব্যাটিং এবং বোলিং পরিসংখ্যান প্রসঙ্গে। 


এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যেখানে ৩৯.৮৭ ব্যাটিং গড়ে তাঁর সংগ্রহ ১৩১৬ রান। অথচ পুরো ওয়ানডে ক্যারিয়ারে তাঁর ব্যাটিং গড় ৩৪.৭৯! জিম্বাবুয়ের বিপক্ষে ৩টি শতকও হাঁকিয়েছেন সাকিব। আর অর্ধশতক রয়েছে ৬টি। 


শুধু ব্যাটিংয়ের দিক থেকেই নয়, জিম্বাবুইয়ানদের বিপক্ষে বোলিংয়েও অনেকখানি সফল এই টাইগার অলরাউন্ডার।  ৪৩ ম্যাচে ৩.৯?? ইকোনমি রেটে ৬৮টি উইকেট শিকার করেছেন সাকিব। সুতরাং প্রথম ম্যাচে সাকিবকে আটকাতে হলে বেশ আটঘাট বেঁধেই যে মাঠে নামতে হবে গ্রায়াম ক্রিমারের জিম্বাবুয়ে দলকে তা সহজেই অনুমেয়। 


তামিম ইকবাল- দীর্ঘ দিন থেকেই বাংলাদেশ দলের ওপেনিং পজিশনটি একচেটিয়াভাবে নিজের করে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল খান। ওপেনিংয়ে নেমে মারকাটারি ব্যাটিং করে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করার ক্ষেত্রে তাঁর জুড়ি মেলা ভার।


ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা তামিম এখন পর্যন্ত ১৭৪ টি ওয়ানডেতে ৩৪.৩২ গড়ে ৫৭৬৬ রান সংগ্রহ করেছেন। যেখানে তাঁর রয়েছে ৯টি শতক এবং ৩৮টি অর্ধশতক।



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষেও তামিমের পারফর্মেন্স যথেষ্ট ভালো। তাদের বিপক্ষে ৩৬টি ওয়ানডেতে ৩৩.৭২ গড়ে টাইগার ওপেনারের সংগ্রহ ১২১৪ রান। আর শতক রয়েছে একটি এবং অর্ধশতক ৭টি।


তাই সোমবার ম্যাচের পার্থক্য গড়ে দেয়ার ক্ষেত্রে তামিম কার্যকর ভূমিকা পালন করতে পারেন নিঃসন্দেহেই। আর তামিমকে থামাতে হলে জিম্বাবুয়ের বোলারদের নিজেদের সেরাটাই দিতে হবে।  


আনামুল হক বিজয়- গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে আসছেন আনামুল হক বিজয়। ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করার সুফল অবশেষে পেয়েছেন বিজয়। দীর্ঘ প্রায় দুই বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।


জাতীয় ক্রিকেট লীগের (এনসিএল) সর্বশেষ আসরে খুলনা ডিভিশনের হয়ে খেলতে নেমে ঢাকার বিপক্ষে ২০২ রানের একটি অনবদ্য ইনিংস খেলেছিলেন বিজয়। এরপর ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ম্যাচে নব্বই ঊর্ধ্ব ইনিংস খেলেছিলেন তিনি। আর এরপরেই তাঁকে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নেন নির্বাচকেরা।


সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে নামতে দেখা যাবে বিজয়কে। মূলত ইমরুল কায়েস ইনজুরিতে পড়ায় তাঁর পরিবর্তে ওপেন করবেন বিজয়। এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে ম্যাচে ৩৫.১৮ গড়ে ৯৫০ রান সংগ্রহ করেছেন বিজয়। যেখানে রয়েছে ৩টি শতক এবং সমান সংখ্যক অর্ধশতক। 


জিম্বাবুয়ের বিপক্ষেও বেশ সফল তিনি। ৫ ম্যাচে ৪০ গড়ে ২০০ রান করেছেন বিজয়। শতকের দেখা না পেলেও অর্ধশতক হাঁকিয়েছেন ২টি। সোমবারের এই ম্যাচে তামিমের সাথে দলকে একটি ভালো সূচনা এনে দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন বিজয়। আর জিম্বাবুইয়ানরা চাইবে তাঁকে দ্রুত সাজঘরে ফেরাতে।


জিম্বাবুয়ে দল--- 


সিরিজের উদ্বোধনী ম্যাচটিতে বাংলাদেশ দলের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারেন কয়েকজন জিম্বাবুইয়ান ক্রিকেটার যাদের মধ্যে  আছেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা, ব্র্যান্ডন টেইলর এবং গ্রায়াম ক্রিমারদের মতো ক্রিকেটাররা। 


হ্যামিল্টন মাসাকাদজা- 


জিম্বাবুয়ে ক্রিকেট দলের সবথেকে অভিজ্ঞ ব্যাটসম্যান মাসাকাদজা। ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত ১৭৮টি ওয়ানডে ম্যাচে ২৯.০৩ গড়ে ৫০২৩ রান করেছেন। রয়েছে ৫টি শতক এবং ৩১টি অর্ধশতক।    


বাংলাদেশের বিপক্ষেও বেশ সফল মাসাকাদজা। টাইগারদের বিরুদ্ধে ৪৭ ম্যাচে ২৪.৬০ গড়ে তাঁর সংগ্রহ ১১৩২ রান করেছেন তিনি। যেখানে তিনি শতক হাঁকিয়েছেন ১টি এবং অর্ধশতক ৫টি।



সুতরাং জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে সিরিজের শুভ সূচনা করতে চাইলে মাসাকাদজাকে শুরুতেই আটকাতে হবে বাংলাদেশকে। কেননা প্রিয় প্রতিপক্ষ বাংলাদেশকে পেয়ে কখন আবার জ্বলে ওঠেন এই ওপেনার সেটি কে বলবে! 


ব্র্যান্ডন টেইলর- ৩১ বছর বয়সী এই তারকা জিম্বাবুইয়ান ব্যাটসম্যানের ওয়ানডেতে ব্যাটিং গড় ৩৪.৮২। এখন পর্যন্ত ১৬৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ৮ টি শতক এবং ৩২টি অর্ধশতকে রান সংগ্রহ করেছেন ৫২৫৮।


টাইগারদের বিপক্ষে সোমবার তাই নিজের ব্যাটিং গড়টিকে আরও সমৃদ্ধ করতেই মাঠে নামবেন টেইলর তা বলাই বাহুল্য। তার ওপর বাংলাদেশ যে তাঁর অন্যতম প্রিয় প্রতিপক্ষ।


টেইলরের ৮টি সেঞ্চুরির মধ্যে ২টি এসেছে টাইগারদের বিপক্ষেই। আর অর্ধশতক রয়েছে ৭টি। শুধু তাই নয়, বাংলাদেশের বিপক্ষে ২৯.২১ গড়ে ৪৪ ম্যাচে ১১৯৮ রানও সংগ্রহ করেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান।  


গ্রায়াম ক্রিমার- জিম্বাবুয়ে দলের অধিনায়ক গ্রায়াম ক্রিমার সাম্প্রতিককালে বেশ ভালোই ফর্মে আছেন। মূলত বল হাতে তাঁর সাফল্যের পারদটা উঁচুতে থাকলেও ব্যাট হাতেও কম যাননা এই ৩১ বছর বয়সী ক্রিকেটার। 


এখন পর্যন্ত ৮১টি ওয়ানডে ম্যাচে ৪.৬৫ ইকোনমি রেটে ৯৪ উইকেট শিকার করেছেন ক্রিমার। যেখানে বাংলাদেশের বিপক্ষে ১২ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তিনি। আর সর্বমোট ৮১ ম্যাচে তাঁর সংগ্রহ ৬২৪ রান। 


ব্যাট হাতে টাইগারদের সাথে খুব একটা সুবিধা করতে পারেননি ক্রিমার। বাংলাদেশের সাথে তিনি সর্বোচ্চ ২৪ রান করেছেন। তবে ব্যাটিংয়ের দিক থেকে নয়, ক্রিমার টাইগারদের বিপদে ফেলতে পারেন তাঁর বোলিং ঘূর্ণি দিয়েই।


কেননা এখন পর্যন্ত তাঁর বোলিংয়ে পরাস্ত হয়েছেন দেশের অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানেরাই। তাই তাঁর বিপক্ষে বেশ পরিকল্পনা করেই মাঠে নামতে হবে বাংলাদেশকে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball