promotional_ad

শ্রীলঙ্কাতেও থামছে না দাদাগিরি!

promotional_ad

চন্দিকা হাতুরুসিংহে লঙ্কান দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন থিসারা পেরেরা। গুঞ্জন উঠেছে কোচের ইচ্ছাতেই অধিনায়কত্ব কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে।




আর এমন গুঞ্জন তুলছে লঙ্কান মিডিয়াই! উল্লেখ্য, গত বৃহস্পতিবার পেরেরাকে অধিনায়কের পদ থেকে অপসারণের বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।




আর এতেই হতবাক হয়ে যায় শ্রীলঙ্কার গণমাধ্যম! কেননা টানা ব্যর্থ হওয়ায় গেল নভেম্বরে উপুল থারাঙ্গাকে সরিয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক বানানো হয় পেরেরাকে। সেই সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে হারে লঙ্কানরা। 



promotional_ad



লঙ্কান মিডিয়ার যুক্তি, অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের জন্য এতো কম সময় কেনই বা দেওয়া হল পেরেরাকে! আর হাথুরুসিংহে আসার পরেই কেন এমন সিদ্ধান্ত! তাদের জোর দাবী, হাথুরুসিংহেই এর পেছনে কলকাঠি নাড়ছেন।




এদিকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের নেতৃত্ব কে দেবেন সেটা অবশ্য জানায়নি দেশটির ক্রিকেট বোর্ড। লঙ্কান মিডিয়া আরও দাবী করছে হাথুরুসিংহের ইচ্ছাতেই নাকি সাবেক কোনো অধিনায়ককে (অ্যাঞ্জেলো ম্যাথুস বা দিনেশ চান্দিমাল) দায়িত্ব দেওয়া হবে। 





প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব পালনের সময়ও ম্যানেজমেন্টের অনেক সিদ্ধান্ত দিতেন হাথুরুসিংহে। অনেক বেশি জোর খাটাতেন তিনি। শেষমেশ দেশের ক্রিকেটাররা অনেক বেশি বিরক্ত হয়েছিলো তার ওপর। শেষে বিরক্ত হয়ে দায়িত্বই ছেড়ে দিয়েছিলেন হাথুরুসিংহে। 




ছবি কৃতজ্ঞতাঃ- গেটি ইমেজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball