promotional_ad

কোহলির হুঙ্কার

promotional_ad

দক্ষিণ আফ্রিকায় নিজের অধিনায়কত্বের সবচেয়ে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত আছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি। বিদেশের মাটিতে ভারতের সফর স্মৃতি খুব একটা মধুর না হলেও ইতিহাস নিয়েও ভাবছেন না কোহলি।


আক্রমণাত্মক ক্রিকেটকেই দক্ষিণ আফ্রিকা জয়ের মূলমন্ত্র মানছেন তিনি। আর এই প্রথমবারের মত দলে এক ঝাক ফাস্ট বোলার থাকায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে ভারত। একই সাথে দক্ষিণ আফ্রিকায় ভারতের শেষবারের স্মৃতিও টনিক হিসেবে কাজ করবে বলে ইঙ্গিত কোহলির।


'আমাদের সেরা সাফল্য ছিল ২০১০-১১ সালের সফরে। আমরা সিরিজ ড্র করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু এবার আমাদের বোলিং আক্রমন জেতার আত্মবিশ্বাস দিচ্ছে। আমরা এবার জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না।



promotional_ad



আমরা এখানে এসেছি নিজেদের মন খুলে ক্রিকেট খেলতে, নিজেদের সামর্থ্যে বিশ্বাস রাখতে। আমাদের যে কোন কন্ডিশনে ভালো করার মত সঠিক ব্যালেন্স আছে।,' কেপটাউন টেস্টের আগে বলেছেন ভারতের অধিনায়ক ভিরাট কোহলি।


তবে দক্ষিণ আফ্রিকায় ভারতের সার্বিক ইতিহাস মোটেও সুখকর নয়। তবে ইতিহাস নয়, বর্তমান নিয়েই ভাবছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেশন বাই সেশন পরিকল্পনা বাস্তবায়ন করাই কোহলির মূল লক্ষ্য।



'এখানে ভালো ক্রিকেট খেলার সুযোগ রয়েছে আমাদের। আমরা দক্ষিণ আফ্রিকায় আমাদের ইতিহাস নিয়ে ভাবছি না। আমরা প্রতিটি সেশন জেতার জন্য সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা নিয়ে ভাবছি। বর্তমান নিয়ে ভাবা আর প্রতিপক্ষ থেকে প্রতি পদে এগিয়ে থাকাই আন্তর্জাতিক ক্রিকেট।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball