promotional_ad

অবশেষে বিদায়ের কারণ ব্যাখ্যা করলেন হাথুরু

promotional_ad
গত দক্ষিণ আফ্রিকা সফর শেষেই টাইগারদের কোচের পদ থ???কে আকস্মিক ইস্তফা দেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর থেকেই তাঁর বিদায়ের কারণ নিয়ে কানাঘুষা শুরু হয় দেশের ক্রিকেট অঙ্গনে। তবে হাথুরু একেবারেই নিশ্চুপ ছিলেন এই বিষয়ে। 


অবশেষে শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে নতুন দায়িত্ব নেয়ার পর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন চন্ডিকা। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে নবনিযুক্ত লঙ্কান কোচ ব্যাখ্যা করেছেন তাঁর বিদায়ের কারণ।


হাথুরু জানিয়েছেন মূলত পরিবারকে আগের থেকে বেশি সময় দেয়ার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হাথুরুর সময়কালেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ দল। আর টাইগারদের সেরা অবস্থানে নিয়ে যেতে পেরে তৃপ্ত হাথুরুও। তিনি বলেন,



promotional_ad

'প্রথমত, আমি মনে করেছি যে আমি বাংলাদেশকে তাদের সেরা অবস্থানে নিয়ে যেতে পেরেছি। আরেকটি বিষয় হলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) প্রায় চার বার আমাকে কোচ হতে অফার করেছিলো। এরপর আমি সিদ্ধান্ত নিয়েছি এমন এক জায়গায় থাকতে যেখানে আমি আমার পরিবারের কাছে থাকতে পারবো দীর্ঘ সময়ের জন্য।'


শ্রীলঙ্কা ক্রিকেট দলকে কোচিং করানো আজীবনের স্বপ্ন ছিল হাথুরুসিংহের। আর এখনকার সময়টিই তাঁর কাছে আদর্শ মনে হয়েছে লঙ্কানদের কোচের দায়িত্ব নেয়ার জন্য।


কেননা গত কয়েকদিন থেকেই সাফল্যের দেখা পাচ্ছে না তারা। সম্প্রতি ভারত সফরেও রীতিমত নাস্তানাবুদ হতে হয়েছে তাদের। হাথুরু বলছিলেন,'আমার স্বপ্নই ছিলো শ্রীলঙ্কাকে কোচিং করানো। এখন এটাই সম্ভবত সঠিক সময়। তারা বর্তমানে সঠিক পথে নেই।'



তবে সবকিছুর আগে নিজের পরিবারকেই এগিয়ে রেখেছেন সদ্য সাবেক এই বাংলাদেশ কোচ। আর শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে চ্যালেঞ্জ গ্রহণ করতেও মুখিয়ে আছেন তিনি। তাঁর ভাষ্যমতে,   


'আরেকটি বিষয় হচ্ছে আমি যদি তিন বছর পরিবারের কাছ থেকে দূরে থাকি বাংলাদেশের কোচিং করাতে গিয়ে এবং যদি আরো চার বছর শ্রীলঙ্কার অথবা অন্য দেশের কোচ হিসেবে কাজ করতে চাই সেটি তো আমার পক্ষে সম্ভব নয়। এরপর আমি চিন্তা করলাম এটি আমার জন্য সেরা সুযোগ এই চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য। এটাই একমাত্র সময়। সুতরাং এই বিষয়গুলোই আমি চিন্তা করেছিলাম।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball