promotional_ad

মিরাজদের অর্জনকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য সাইফের

promotional_ad

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে আজ রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ যুব দল। সোমবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে একটায় হযরত শহাজলাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা রয়েছেন সাইফ-ধ্রুবদের।




বিশ্বকাপ মিশনে দেশ ছাড়ার আগে সোমবার বিকেল ৪টায় মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে এক আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেয় টাইগারদের বিশ্বকাপ দলের ক্রিকেটাররা। সঙ্গে ছিলেন দলের কর্মকর্তারাও। ফটোসেশনের আনুষ্ঠানিকতা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন অধিনায়ক সাইফ হাসান, তার ডেপুটি আফিফ হোসেন ধ্রুব ও তরুণ স্পিনার নাইম হাসান।




যুব বিশ্বকাপের গত আসরে ঘরের মাঠে দুর্দান্ত ছিল যুবারা। গেল আসরে সেমি ফাইনালে খেলেছিলো মেহেদী হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। যুব বিশ্বকাপের ইতিহাসে এটাই ছিল টাইগারদের সেরা অর্জন। তবে আশার কথা হলো নিউজিল্যান্ডে এবার সেই অর্জনকেও ছাপিয়ে যেতে চাইছেন অধিনায়ক সাইফ।





promotional_ad

দুবাইয়ের বিমান ধরার আগে সাইফ জানিয়েছেন, ‘লক্ষ্যটা থাকবে আমাদের এক নাম্বারে। কিন্তু আমরা ধাপে ধাপে আগাব। আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো। ওখানে আমরা যদি প্রথম রাউন্ড খেলে উঠতে পারি আমাদের কোয়ার্টার ফাইনাল আছে। তো অবশ্যই আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে চেষ্টা করবো।’




দলের প্রধাণ শক্তি হিসেবে দলের দারুণ কম্বিনেশনটাকেই মনে করছেন যুবা অধিনায়ক। দলের সবাই অনেকদিন ধরে একসাথে খেলায়, প্রত্যেকের সাথে যোগাযোগটা ভালো বলেও জানিয়েছেন সাইফ, ‘আমরা এই ব্যাচটা অনেক দিন ধরে আছি। আমাদের কম্বিনেশন ও পরস্পরের প্রতি যোগাযোগ অনেক ভাল। এটাই আমাদের স্ট্রেংথ।’




সহ-অধিনায়ক আফিফ হোসেন ধ্রুব এই বিশ্ব আসরের মঞ্চে নিজেদের সেরা খেলার প্রতিশ্রুতি দিলেন, ‘আমাদের  লক্ষ্য থাকবে সেরাটি দিয়ে দলকে ভাল কিছু উপহার দেওয়া।আমরা সবাই যদি ভালভাবে নিজেদের সেরাটি দিতে পারি তাহলে ভাল কিছু নিয়েই দেশে ফিরতে পারবো।’





আর অফ স্পিনার নাইম হাসান ব্যক্তিগত লক্ষ্য হিসেবে নিজের শতভাগ দেয়ার কথা জানিয়েছেন, ‘আমার ব্যক্তিগত লক্ষ্য থাকব?? দলকে শতভাগ দেয়া। আর ওখানে উইকেট দেখে বোলিং করবো। ওই কন্ডিশনে বাউন্সি উইকেট থাকবে। লেংথটা একটু এদিক ওদিক হবে। ব্যাটসম্যান ও উইকেট দেখে বোলিং করবো।’




নিউজিল্যান্ডে পা রেখে ডানেডিনে ১০ দিনের অনুশীলন ক্যাম্প করবে সাইফ-আফিফরা। মূল পর্বে মাঠে নামার আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সাইফরা। তারপর যুব বিশ্বকাপের উদ্বোধনী দিন (১৩ই জানুয়ারি) লিঙ্কনে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball