promotional_ad

মেলবোর্নে ওয়ার্নারের স্বরূপে ফেরার হুঙ্কার

promotional_ad

অ্যাশেজের প্রথম ৩ টেস্টে জয় তুলে নিয়ে এবারের অ্যাশেজে ৩-০ তে এগিয়ে গিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু স্টিভেন স্মিথ, শন মার্শ ও মিচেল মার্শ ছাড়া ব্যাট হাতে অজিদের বাকী ব্যাটসম্যানরা খুব একটা সাবলীল ছিলেন না। এমনকি দলের অন্যতম ব্যাটিং ভরসা ডেভিড ওয়ার্নারও যেন ব্যাট হাতে কিছুটা ম্লান ছিলেন।


অ্যাশেজে ৩ টেস্টে ৫ ইনিংসে ব্যাট হাতে করেছেন মাত্র ১৯৬ রান। এক ফিফটিতে ওয়ার্নারের গড় ৪৯ হলেও অজিরা এই ব্যাটসম্যানের কাছে আরো বেশি কিছু আশা করেন। এমনকি টেস্টে ওয়ার্নারের স্ট্রাইক রেট ৭৬ এর বেশি হলেও এবারের অ্যাশেজে রান করেছেন মাত্র ৫৪ স্ট্রাইক রেটে।


টেস্টে ৫৪ স্ট্রাইক রেটে ব্যাট করলেও এটা টেস্ট ক্রিকেটের জন্য খুব একটা যে মানানসই নয় তেমনটা কিন্তু না। কিন্তু ওয়ার্নার টেস্টে যেভাবে ব্যাটিং করেন কেন জানি এবারের অ্যাশেজে নিজেকে ঠিক সেভাবে মেলে ধরতে পারছেন না। কিন্তু সব বিতর্ক ঠেলে এই বাঁহাতি ব্যাটসম্যান মেলবোর্নে স্বরূপে ফেরার হুঙ্কার দিলেন। রবিবার এক সংবাদ সম্মেলনে এসে নিজের ব্যাটিং সম্পর্কে এভাবেই কথা বলেন ওয়ার্নার।  



promotional_ad

অজি সহ-অধিনায়ক বলেন, 'আমি পার্থের উইকেটে যেভাবে আউট হয়েছি এটা আমাকে বেশ পুড়িয়েছে। কিন্তু আমি পার্থের উইকেটে ব্যাটিং করতে খুব পছন্দ করি। এমনকি এখানকার উইকেট খুব ব্যাটিং সহায়ক এবং ফ্ল্যাট ছিল। তারা ঠিক যেভাবে আমাকে পার্থে আউট করেছিল ঠিক একইভাবে মেলবোর্নেও আউট করতে চাইবে। মেলবোর্নে আমি আমার স্টাইলে বলকে হিট করবো যেভাবে আমি সাধারণত খেলি।' 


তবে অ্যাশেজে এই ব্যাটসম্যানকে আটকাতে মূল ভূমিকা রেখেছেন ইংলিশ বোলাররা। ইংলিশ বোলাররা তার বিপক্ষে বেশ পরিকল্পনা অনুযায়ী বোলিং করছেন বলে জানান ওয়ার্নার। এমনকি এই একই ধরনের পরিকল্পনামাফিক বোলিং অজি ও দক্ষিণ আফ্রিকানরা অনেক আগে থেকেই ভারতীয় ব্যাটসম্যান ভিরেন্দ্র শেবাগের বিপক্ষে করে এসেছে বলেও জানান এই অজি তারকা ব্যাটসম্যান। তাঁর ভাষায়,


'আমার ক্ষেত্রে যেটা হচ্ছে ঠিক একই কাজ অস্ট্রেলিয়াও ভিরেন্দ্র শেবাগের বিপক্ষে করেছিল। এমনকি একই কাজ তার (শেবাগের) বিপক্ষে প্রথম করেছিল দক্ষিণ আফ্রিকা। তারা শেবাগের বিপক্ষে থার্ড ম্যান, দুই স্কয়ার লেগ এবং ডিপ পয়েন্ট ফিল্ডিং সাজিয়ে সেই জায়গা গুলোতে বল করেছিল। এভাবেই সে আউট হতে বাধ্য হয়। ঠিক একই কাজ আমার উপরও তারা (ইংল্যান্ড) করে যাচ্ছে। যা আমার স্বাভাবিক খেলাকে ব্যাহত করছে।' 



ছবিঃ সংগৃহীত 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball