promotional_ad

লজ্জা এড়াতে লড়বে শ্রীলঙ্কা

promotional_ad

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। টি-টুয়েন্টি সিরিজের আগের দুই ম্যাচে ভারত জয় তুলে নেয়ায় সিরিজের এই ম্যাচটি তাদের জন্য অনেকটা নিয়ম রক্ষার বলে বিবেচিত হচ্ছে। তবে ২-০ তে পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে ম্যাচটি ধবলধোলাই থেকে বাঁচার ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি।  


এই সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে বলে ভালোই জবাব দিয়েছিলো শ্রীলঙ্কা। কিন্তু টি টোয়েন্টি সিরিজে এসেই যেন খেই হারিয়ে ফেলে লঙ্কানরা। টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯৩ রানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে থিসারা পেরেরার দল।


কিন্তু এই ম্যাচে লঙ্কানদের বড় দুর্বলতা ফুটে ওঠে ব্যাটিংয়ে। প্রথম ম্যাচে ভারতের ছুঁড়ে দেয়া ১৮১ রানের লক্ষ্যে মাত্র ৮৭ রানে গুঁটিয়ে যায় লঙ্কানরা। এমনকি দ্বিতীয় ম্যাচে এসেও ভাগ্য বদলায়নি সফরকারীদের।


রোহিত শর্মার তান্ডবে দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ২৬১ রানের পাহাড়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো স্বাগতিকরা। জবাবে লঙ্কানরা ১৭২ রান করেও ৮৮ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। 



promotional_ad

দুই ম্যাচ হেরে সিরিজে বেশ ব্যাকফুটে আছে অতিথিরা। বিপরীতে সিরিজে দুই ম্যাচ জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে আছে রোহিত শর্মার দল। তাই সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে লঙ্কানদের টি-টোয়েন্টির সিরিজে ধবলধোলাই করতে চাইবে স্বাগতিকরা। অন্যদিকে ব্যাটে বলে ভালো করে সিরিজে ফিরে এসে ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে চাইবে লঙ্কানরা। 


ভারতের সম্ভাব্য একাদশঃ 


রোহিত শর্মা (অধিনায়ক), দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি (উইকেট-রক্ষক), মনিষ পান্ডে, জয়দেব উনাদকাট, জুবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, জাসপ্রিত বুমরাহ, শ্রেয়াস আইয়ার, হার্ধিক পান্ডিয়া। 


শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশঃ 



থিসারা পেরেরা (অধিনায়ক), উপুল থারাঙ্গা, অ্যাঞ্জেললো ম্যাথিউস, নুয়ান প্রদীপ, নিরোশান ডিকওয়েলা (উইকেট-রক্ষক), কুশল পেরেরা, দুশ্মন্ত চামিরা, বিশ্ব ফার্নান্দো, দাসুন শানাকা, আকিলা ধনঞ্জয়া।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball