promotional_ad

চলতি বছরের সেরা ব্যাটসম্যান সেই 'বিতর্কিত' মুশফিক

promotional_ad

প্রায় শেষের পথে চলে এসেছে চলতি বছরটি। আর বছরের শেষ প্রান্তে এসে টাইগার ক্রিকেটারদের পারফর্মেন্সের পরিসংখ্যানের খেরোখাতা ওলটালে দেখা যাবে এবছর তিন ফরম্যাট মিলিয়ে টাইগারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সবার ওপরে আছেন সদ্য বিদায়ী টেস্ট দলপতি মুশফিকুর রহিম।


বেশ কিছুদিন থেকেই কিছু বিতর্কিত ঘটনার কারণে গণণমাধ্যমে সমালোচনার মুখে পড়তে হচ্ছে মুশফিককে। তবে এর প্রভাব মাঠের পারফর্মেন্সে খুব একটা পড়েনি তাঁর। সেটি তাঁর ব্যাটিং পরিসংখ্যান দেখলেই বোঝা যায়।   



চলতি বছর সব মিলিয়ে মোট ২৬টি ম্যাচ খেলেছেন মুশফিক। যেখানেে ৪৫.০৭ গড়ে তিনি ১২৬২ রান সংগ্রহ করেছেন। যেখানে তাঁর শতক ৩টি এবং অর্ধশতক ৭ টি। মুশির পাশাপাশি দারুণ খেলেছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবালও।



promotional_ad

চলতি বছর ২৪ ম্যাচ খেলে ৪১.০৩ গড়ে ১২৩১ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। যেখানে তাঁর শতক ২টি এবং অর্ধশতক ৯টি। বাংলাদেশ ক্রিকেট দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন তালিকার তিনে। চলতি বছর ২৮টি ম্যাচ খেলেছেন সাকিব। ৩৬.৮১ গড়ে রান করেছেন ১২১৫। শতক রয়েছে ৩টি এবং অর্ধশতক ৬টি।  


সাকিবের পর যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২০১৭ সালে এখন পর্যন্ত সর্বমোট ২৬টি ম্যাচে ২৯.৯৬ গড়ে ৯২৯ রান সংগ্রহ করেছেন সৌম্য (৬টি অর্ধশতক)। অপরদিকে রিয়াদ ২৭ ম্যাচে ৩২.৮৪ গড়ে ৮২১ রান করেছেন (১টি শতক, ৪টি অর্ধশতক)।  


দেখে নিন চলতি বছর তিন ফরম্যাট মিলিয়ে টাইগারদের সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যানের তালিকা-   





                  খেলোয়াড়              ম্যাচ সংখ্যা       রান     সর্বোচ্চ       গড়    শতক     অর্ধশতক
             মুশফিকুর রহিম                      ২৬     ১২৬৩        ১৫৯   ৪৫.০৭        ৩           ৭
             তামিম ইকবাল                        ২৪     ১২৩১        ১২৮   ৪১.০৩        ২           ৯
           সাকিব আল হাসান                      ২৮     ১২১৫        ২১৭   ৩৬.৮১       ৩           ৬
               সৌম্য সরকার                       ২৬      ৯২৯         ৮৭*   ২৯.৯৬       ০           ৬
          মাহমুদউল্লাহ রিয়াদ                      ২৭       ৮২১        ১০২*   ৩২.৮৪       ১           ৪





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball