promotional_ad

এশিয়া কাপ আয়োজনের দৌড়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা

promotional_ad

বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম রয়েছে। ২০১১ বিশ্বকাপ, ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের মত বড় আসর সফলভাবে আয়োজন করেছে বাংলাদেশ। এছাড়া এশিয়া কাপের টানা তিন আসর বাংলাদেশের মাটিতে হয়েছে।


২০১২, ২০১৪ ও ২০১৬ সালের পর ২০১৮ সালের এশিয়া কাপও বাংলাদেশে হতে পারে বলে খবর পাওয়া গেছে। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ভারতের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


কিন্তু ভারতে টুর্নামেন্ট হলে পাকিস্তান দলের অংশগ্রহন অনিশ্চিয়তার মুখে পড়ে বিধায় ভিন্ন ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।



promotional_ad

দুবাইয়ে এসিসির মিটিংয়ে সম্ভাব্য ভেন্যু হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার কথা ভাবছে এসিসি। ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সম্পর্ক টানাপড়েনের কারনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসরও ভারত থেকে সরিয়ে নিতে হয়েছে।


কিছুদিন আগে অনুষ্ঠিত হয়ে যাওয়া যুব এশিয়া কাপের আসরটি আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসেবে মালয়েশিয়ার কুয়ালালামপুরকে বেঁছে নিতে হয়েছে এসিসিকে।


সিনিয়র ক্রিকেটের ক্ষেত্রেও ছাড় দিচ্ছে না ভারত ও পাকিস্তান। যার কারনে ফের বিকল্প ভেন্যুর খোঁজে আছে এসিসি। তবে টানা তিনবার বাংলাদেশে এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হওয়ায় এবার শ্রীলঙ্কার দিকে চোখ এশিয়ান ক্রিকেটের অভিভাবকদের। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball