promotional_ad

ম্যাচ হারলেও নিজের সিদ্ধান্ত নিয়ে 'গর্ববোধ' করতেন তামিম

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ চলাকালীন কুমিল্লার বোলার ডোয়াইন ব্রাভোর সঙ্গে ধাক্কা লেগে মাঝ উইকেটে থমকে যান ঢাকার ব্যাটসম্যান কেভন কুপার। তারপর নন স্ট্রাইক প্রান্তে তিনি রান আউটের শিকার হন।




কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্য ফিল্ডাররা যখন আউট করে উল্লাসে মেতে উঠেছিলেন তখন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল ছুটে গেলেন কুপারের কাছে। শুরু থেকেই কুপারকে ব্যাটিংয়ে ফেরার অনুরোধ জানান তিনি। তবে তামিমের অনুরোধে শুরুতে সাড়া দেননি কুপার।




এই প্রসঙ্গে সম্প্রতি তামিম জানিয়েছেন, “রান আউট তো মুহূর্তের মধ্যে হয়ে গেছে। তবে সবাই যখন উল্লাস করছে, আমি কিন্তু তখন দ্রুতই কুপারের কাছে ছুটে গেছি। বলেছি, ‘তুমি চাইলে আবার ব্যাটিংয়ে ফিরতে পারো। আমরা রান আউটের আবেদন তুলে নিচ্ছি।’ কিন্তু কুপার বললো, ‘ব্রাভো তো ইচ্ছে করে ধাক্কা দেয়নি। সমস্যা নেই, আমি আউটই মেনে নিচ্ছি।”




এরপর আরও দু-তিন বার কুপারকে অনুরোধ করেন তামিম। নিশ্চিত হতে চান, সত্যিই বাইরে চলে যেতে চান কিনা ঢাকার এই ব্যাটসম্যান। কুপার নিজের সিদ্ধান্তেই অটল থাকেন। তবে শেষমেশ সীমানার কাছে গিয়ে তিনি থমকে দাঁড়ান। মাঠ ছাড়ার আগে তাকে থামান দলের কর্মকর্তারা। তারপরই সিদ্ধান্ত পরিবর্তন করে কুপার ব্যাটিংয়ে ফেরেন।



promotional_ad



প্রথমে সাড়া না দিয়ে কুপার শেষ মুহূর্তে সেই অবস্থান থেকে সরে আসলেও, এতে কোনো আপত্তি ছিল না তামিমের, “বাইরে থেকে তাকে থামানো হয়েছিল কিনা, জানি না। কেন সিদ্ধান্ত পরিবর্তন করলেন, সেটিও আমার জানা নেই। আমি সেটি জানতে চাইনি। স্রেফ গিয়ে বলেছি, চাইলে এখনও ফিরতে পারে। আমার কোনো সমস্যা নেই।”




কুপার যখন আউট হয়েছেন, তখন জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ১৬ বলে ৪৪ রান। ওই ওভারেই শেষ বলে বিশাল এক ছক্কা মারেন কুপার। পরের ওভারে হাসান আলির প্রথম তিন বলেই বাউন্ডারি মেরে ম্যাচ জমিয়ে দেন জহুরুল ইসলাম। তবে শেষ পর্যন্ত ১২ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন তামিমরা। আর এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠার সাথে শেষ চারে খেলা নিশ্চিত করেছে কুমিল্লা।




এমন টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে, এমন সিদ্ধান্ত নেয়ার সময় হারের কথা ভাবেননি তামিম। সে সময় এই টাইগার ক্রিকেটারের মাথায় ছিল শুধু ক্রিকেটের স্পিরিট। সেই সঙ্গে তামিম মনে করিয়ে দিয়েছেন কুপারের বিধ্বংসী ব্যাটিং ঝড়ের কথাও।





এই প্রসঙ্গে তামিম বলেন, “আমরা হয়ত একটু এগিয়ে ছিলাম, কিন্তু নিরাপদ ছিলাম না। কুপার খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। গত সিপিএলের ফাইনালে এরকম অবস্থা থেকেই ঝড়ো ব্যাটিংয়ে দলকে জিতিয়েছে। কিন্তু জয়-হারের কথা আমি ভাবিনি। ক্রিকেটের স্পিরিটের কথাই মাথায় ছিল। কোনো একদিন আমার সঙ্গেও এরকম হতে পারে। ওকে ফেরানোর সিদ্ধান্ত নিতে একটুও ভাবতে হয়নি।”




ম্যাচ হারলেও নিজের সিদ্ধান্ত নিয়ে গর্ববোধ করতেন তামিম। তিনি জানিয়েছেন, “কুপার ছক্কা মারার পর একটু টেনশনে পড়ে গিয়েছিলাম অবশ্যই। তবে সেটি খেলার উত্তেজনার কারণেই। এক মুহূর্তের জন্যও মনে হয়নি ওকে ফিরিয়ে ভুল করেছি। আমরা যদি ম্যাচ হারতাম, তবু নিজের সিদ্ধান্ত নিয়ে একই রকম গর্ব করতাম।”




সূত্রঃ বিডিনিউজ২৪.কম



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball