পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের

ছবি: পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরেছে পাকিস্তান। আর বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে দলটি। পাকিস্তানের তিন ভেন্যুতে ইংল্যান্ড থেকে শুরু করেন সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াও আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসর নিলেন ইমাদ ওয়াসিম
১৩ ডিসেম্বর ২৪
অন্যদিকে পাকিস্তান খেলেছে ধীর গতির ক্রিকেট। পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের অ্যাপ্রোচ দেখেই বিরক্ত ইমাদ। অনেকদিন ধরেই পাকিস্তানের ক্রিকেটারদের আধুনিক ক্রিকেট আয়ত্ত করার পরামর্শ দিলেও ইমাদের পরামর্শ কেউ কানেই নেয়নি বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। উল্টো তাকে নিয়ে হাসাহাসি করা হয়েছে বলে দাবি ইমাদের।
তিনি বলেছেন, ‘আমি কথাগুলো বছরের পর বছর ধরে বলে আসছি। কিন্তু লোকে আমাকে নিয়ে হাসাহাসি করেছে। দলীয় বৈঠকেও আমি বলেছিলাম, বিশ্ব ক্রিকেট ভিন্ন পথে এগিয়ে যাচ্ছে আর আমরা এখনো একইভাবে খেলে যাচ্ছি। আপনাকে সেভাবেই খেলতে হবে, যেভাবে খেলা উচিত। কিন্তু (পাকিস্তান দল) এখন যেভাবে খেলছে, সেটা সঠিক উপায় নয়।’

পাকিস্তান দল এমন খেলা অব্যাহত রাখলে মানুষ তাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও মনে করেন ইমাদ। পাকিস্তানের খেলা আর দেখতে চান না বলেও জানিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। পাকিস্তান দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে দর্শকদেরও হতাশ করেছে বলে দাবি ইমাদের।
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১১ মার্চ ২৫
তার ভাষ্য, ‘আমি (সাম্প্রতিক সময়ে) পাকিস্তান দলের কয়েকটি ম্যাচ দেখতে বসেছিলাম। পাকিস্তানি নয়, একজন ক্রিকেটার হিসেবে আমার দেখেই মনে হয়েছে, ওদের খেলা আমি আর দেখতে চাই না। এভাবে খেলতে থাকলে মানুষ ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলবে। দর্শক খেলা দেখতে মাঠে যাবে না। আপনারা নিশ্চয় (লাহোরে ২২ ফেব্রুয়ারি) ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছেন। সেই ম্যাচ কিন্তু দর্শকে ভরপুর ছিল।’
পাকিস্তান দলকে পরামর্শ দিয়ে ইমাদ আরও বলেন, ‘আমি সমাধান জানি। আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত মাঠে নেমেই প্রতিপক্ষের ওপর চড়াও হওয়া। শুরুতে কিছু উইকেট হারালে আবারও পরিস্থিতি বিবেচনা করা উচিত—এই উইকেটে ২৫০, ২৬০, ৩০০ রান করা সম্ভব কি না। কিন্তু শুরুতেই যদি মনে করেন, আমরা ২৫০ রান করব, তাহলে চলবে না। আমরা বিশ্ব ক্রিকেট থেকে অনেক পিছিয়ে আছি।’