আন্তর্জাতিক ক্রিকেট থেকে করুনারত্নের বিদায়
ছবি: প্যাভিলিয়নের পথে দিমুথ করুনারত্নে, ফাইল ফটো
২০১১ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দিমুথ করুনারত্নের। এরপর ২০১২ সালে প্রথমবার শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলতে নামেন তিনি।
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দলে রমেশ মেন্ডিস
৫ ঘন্টা আগেগলের সেই টেস্টে শ্রীলঙ্কার প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ২০১৫ সাল থেকে টেস্টে ধারাবাহিকভাবে ওপেন করতে শুরু করেন করুনারত্নে। তখন থেকে এখন পর্যন্ত এক দশক সময়ে আর কোনও ওপেনার টেস্টে করুনারত্নের থেকে বেশি রান করতে পারেননি।
গত এক দশকে টেস্ট ওপেনারদের মধ্যে যৌথভাবে সব থেকে বেশি ১৫টি সেঞ্চুরি করেছেন তিনি। ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত টেস্ট ওপেনারদের মধ্যে সব থেকে বেশি ৩৪টি হাফসেঞ্চুরিও করেছেন এই ওপেনার।
গল টেস্টের আগে এখন পর্যন্ত ৯৯টি টেস্টের ১৮৯টি ইনিংসে ব্যাটিং করে করুনারত্নে ৩৯.৪০ গড়ে করেন সাত হাজার ১৭২ রান। টেস্টে সাকুল্যে ১৬টি সেঞ্চুরি এবং ৩৯টি হাফ-সেঞ্চুরি করেছেন সাবেক এই অধিনায়ক। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৪৪ রানের।
২০১৯ সালে শ্রীলঙ্কার নেতৃত্ব গ্রহণ করেন করুনারত্নে। ২০২৪ সালের জানুয়ারিতে নেতৃত্ব ছাড়েন তিনি। শ্রীলঙ্কাকে ৩০ টেস্ট নেতৃত্ব দিয়ে ১২টিতে জিতিয়েছেন তিনি। এর মধ্যে সাউথ আফ্রিকায় এশিয়ার প্রথম দল হিসেবে শ্রীলঙ্কাকে সিরিজ জিতিয়েছেন তিনি।