promotional_ad

৪২৯ রানের ম্যাচে পেরেরার সেঞ্চুরিতে জিতল শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কুশল পেরেরার আরেকটি দারুণ শট, নিউজিল্যান্ড ক্রিকেট
৪২৯ রানের রোমাঞ্চকর টি-টোয়েন্টি ম্যাচে শেষ হাসি হাসলো শ্রীলঙ্কা। নেলসনে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ রানে হারালো চারিথ আসালঙ্কার দল। কুশল মেন্ডিসের সেঞ্চুরির ম্যাচে দাপটের সঙ্গে ইনিংস শুরু করলেও শেষদিকে খেই হারিয়ে ফেলে কিউইরা।

promotional_ad

তিন ম্যাচ সিরিজটি অবশ্য আগেভাগেই নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার। আর আনুষ্ঠানিকতার ম্যাচটি জিতে হোয়াইটওয়াশ এড়িয়ে যাওয়ার পাশাপাশি বিরল এক রেকর্ডও করল শ্রীলঙ্কা। ২০০৬ সালের পর নিউজিল্যান্ডের মাটিতে এবারই প্রথম কোনো টি-টোয়েন্টি জিতেছে দলটি।


ম্যাচটিতে পেরেরার বিধ্বংসী সেঞ্চুরির ওপর ভর করেই পাঁচ উইকেটে ২১৮ রানের বিশাল পুঁজি দাঁড় করায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ৪৬ বলে ১৩টি চার আর চারটি ছক্কায় পেরেরা করেন ১০১ রান।


এ দিন মাত্র ৪৪ বলে সেঞ্চুরি হাঁকান পেরেরা। ফলে টি-টোয়েন্টিতে লঙ্কানদের ইতিহাসের সর্বকালের দ্রুততম সেঞ্চুরির মালিক এখন তিনিই। ড্যারিল মিচেলের বলে পয়েন্টে রাচিন রবীন্দ্রকে ক্যাচ দিয়ে বিদায় নেয়ার আগে দলকে দুইশ রান পার করার তিনে নামা এই ব্যাটার।


promotional_ad

এ ছাড়া ২৪ বলে একটি চার ও পাঁচটি ছক্কায় ৪৬ করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। জাকারি ফোকসের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে বিদায় নেন আসালঙ্কা। লঙ্কানদের হয়ে এ দিন উল্লেখ করার মতো রান করেননি আর কোনো ব্যাটার। নিউজিল্যান্ডের হয়ে পাঁচজন বোলার একটি করে উইকেট নিয়েছেন।


জবাব দিতে নেমে ১৫ ওভার পর্যন্ত দারুণভাবে লড়াইয়ে ছিল নিউজিল্যান্ড। ওভারপ্রতি ১১ রান করে লাগতো, ঠিকই সে চেষ্টা করে গেছে স্বাগতিকরা। ওপেনিং জুটিতেই আসে ৮১ রান। ২১ বলে ৩৭ রান করে ফিরে যান টিম রবিনসন।


এরপর আসালঙ্কা এসে মার্ক চ্যাপম্যান (৯) এবং গ্লেন ফিলিপসকে (৬) ফেরালে কিছুটা চাপে পড়ে দলটি। নিজের পরের ওভারে ৩৯ বলে ৬৯ রান করা রাচিনকেও বোল্ড করেন লঙ্কান অধিনায়ক। এরপর ড্যারিল মিচেলের ইনিংসে কিছুটা এগিয়ে গেলেও লাভ হয়নি।


১৭ বলে ৩৫ করা মিচেলকে ফেরান নুয়ান থুসারা। শেষদিকে নয় নম্বর ব্যাটার ফোকসও কিছুটা ভয় জাগান লঙ্কানদের মনে। মিচেল সান্টনার ১০ বলে ১৪ এবং ফোকস ১৩ বলে ২১ রানে অপরাজিত থেকে পরাজয়ের ব্যবধানটাই কেবল কমিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball